দৈনিক বর্তমান বাংলার জেলা প্রতিনিধি হলেন চা বাগানের সন্তান স্বরণ সিং

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৬

দৈনিক বর্তমান বাংলার জেলা প্রতিনিধি হলেন চা বাগানের সন্তান স্বরণ সিং

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ১৯ জানুয়ারি ২০২৬ : দৈনিক বর্তমান বাংলা পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন চা বাগান এলাকা থেকে উঠে আসা মেধাবী ও প্রতিশ্রুতিশীল তরুণ সাংবাদিক স্বরণ সিং। তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং দীর্ঘদিন অবহেলিত ও শোষিত চা শ্রমিক শ্রেণি ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অনুপ্রেরণার বার্তা বহন করছে।

রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে স্বরণ সিংয়ের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক বর্তমান বাংলার সিলেট ব্যুরোচিফ কামরুল হাসান এবং মফস্বল সম্পাদক সিরাজুল মুনির। তাঁরা আনুষ্ঠানিকভাবে তাঁকে মৌলভীবাজার জেলার প্রতিনিধি হিসেবে দায়িত্বভার অর্পণ করেন।

Manual3 Ad Code

দীর্ঘদিন ধরে স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ে বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ, অনুসন্ধানী প্রতিবেদন এবং সমাজ ও শ্রেণি ঘনিষ্ঠ সাংবাদিকতায় নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়ায় তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিশেষ করে চা বাগানকেন্দ্রিক সামাজিক, অর্থনৈতিক ও মানবাধিকার ইস্যুতে তাঁর সক্রিয় ভূমিকা সাংবাদিক মহলে ইতোমধ্যে প্রশংসিত।

চা শ্রমিক পরিবারে জন্ম নেওয়া স্বরণ সিং নানা প্রতিকূলতা পেরিয়ে সাংবাদিকতায় নিজের অবস্থান তৈরি করেছে। তার এই নিয়োগ প্রমাণ করে—অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রম থাকলে প্রান্তিক জনগোষ্ঠী থেকেও জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব সম্ভব। স্থানীয়দের মতে, স্বরণ সিংয়ের এই সাফল্য চা বাগান এলাকার নতুন প্রজন্মের জন্য আশার আলো সঞ্চার করেছে।

Manual6 Ad Code

এদিকে, দৈনিক বর্তমান বাংলা পত্রিকায় মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় স্বরণ সিংকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “চা বাগানের সন্তান স্বরণ সিংয়ের এই অর্জন অত্যন্ত গৌরবের। আশা করি স্বরণ সিং দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে শোষিত-বঞ্চিত মানুষের কথা তুলে ধরবে এবং সমাজের আর্থসামাজিক ব্যবস্থার আমূল পরিবর্তন অভিমুখী জনসচেতনতা গড়ে তোলার সংগ্রামের সহযোদ্ধা হিসেবে অনুঘটকের ভূমিকা রাখবে।”

এ ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠন, স্থানীয় সাংবাদিক মহল এবং চা বাগানবাসী স্বরণ সিংকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন—নতুন দায়িত্বে তিনি মৌলভীবাজার জেলার সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনসংগ্রামের চিত্র আরও জোরালোভাবে জাতীয় পর্যায়ে তুলে ধরবেন।

Manual3 Ad Code

দায়িত্ব গ্রহণের প্রতিক্রিয়ায় স্বরণ সিং বলেন, “এই দায়িত্ব আমার জন্য সম্মানের পাশাপাশি বড় দায়বদ্ধতার। আমি চেষ্টা করব সত্যনিষ্ঠ, সাহসী ও জনস্বার্থনির্ভর সাংবাদিকতার মাধ্যমে মৌলভীবাজার জেলার মানুষের কথা তুলে ধরতে।”

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ