রাজনৈতিক দলগুলোর সবুজ অঙ্গীকার নিয়ে ম্যানিফেস্টো টক ২৪ জানুয়ারি

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৬

রাজনৈতিক দলগুলোর সবুজ অঙ্গীকার নিয়ে ম্যানিফেস্টো টক ২৪ জানুয়ারি

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৯ জানুয়ারি ২০২৬ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিশ্রুতি কতটা বাস্তবসম্মত ও কার্যকর—তা পর্যালোচনার লক্ষ্যে রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে ‘ম্যানিফেস্টো টক ৪: রাজনৈতিক দলগুলোর সবুজ প্রতিশ্রুতি’ শীর্ষক জাতীয় সংলাপ।

পরিবেশ অধিদপ্তরের আগারগাঁও মিলনায়তনে দিনব্যাপী এই আয়োজনটি অনুষ্ঠিত হবে ২৪ জানুয়ারি ২০২৬, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

Manual3 Ad Code

‘দ্য রোড টু গ্রিন ম্যানিফেস্টো ২০২৬’ শীর্ষক এই উচ্চপর্যায়ের সংলাপের মূল উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন সংক্রান্ত অঙ্গীকারগুলো মূল্যায়ন করা এবং সেগুলোকে আরও শক্তিশালী ও বাস্তবায়নযোগ্য করার ক্ষেত্রে নাগরিক—বিশেষ করে তরুণদের—অবদান নিশ্চিত করা।

জলবায়ু সংকটে বাংলাদেশ: ইশতেহারের দায়বদ্ধতা কোথায়?

বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন, লবণাক্ততা ও নগর তাপপ্রবাহ প্রতিনিয়ত মানুষের জীবন ও জীবিকা বিপন্ন করছে। অথচ অতীত নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে পরিবেশ ও জলবায়ু ইস্যু প্রায়ই সীমিত প্রতিশ্রুতির মধ্যে আবদ্ধ থেকেছে। এই বাস্তবতায় ‘ম্যানিফেস্টো টক ৪’ একটি গুরুত্বপূর্ণ নাগরিক উদ্যোগ হিসেবে আবির্ভূত হবে।

কী থাকবে আলোচনার মূল বিষয়

Manual2 Ad Code

অনুষ্ঠানে পরিবেশনীতি, জলবায়ু অভিযোজন, নগর সহনশীলতা, খাদ্য নিরাপত্তা, জলবায়ু-সহনশীল অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি এবং তরুণদের জন্য সবুজ কর্মসংস্থান (Green Jobs)—এই বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে।

Manual5 Ad Code

আলোচনায় উঠে আসবে—
রাজনৈতিক দলগুলোর ইশতেহারে জলবায়ু প্রতিশ্রুতির শক্তি ও দুর্বলতা,
প্রতিশ্রুতি ও বাস্তবায়নের মধ্যকার ফাঁক,
স্থানীয় সরকার ও নগর ব্যবস্থাপনায় পরিবেশবান্ধব নীতির অনুপস্থিতি,
তরুণদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্তির সীমাবদ্ধতা।

বিশেষজ্ঞরা বলেন, “শুধু ইশতেহারে পরিবেশবান্ধব ভাষা ব্যবহার করলেই হবে না, প্রয়োজন সুস্পষ্ট কর্মপরিকল্পনা, বাজেট বরাদ্দ এবং বাস্তবায়নের সময়সূচি।”

তরুণদের নেতৃত্বে নীতিগত রূপরেখা

Manual6 Ad Code

এই সংলাপের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তরুণ প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ। ইন্টারেক্টিভ সেশন, স্টেকহোল্ডার কনসালটেশন ও দলভিত্তিক আলোচনার মাধ্যমে তরুণরা একটি যুব-নেতৃত্বাধীন জলবায়ু নীতিগত রোডম্যাপ প্রণয়নে অংশ নিবেন, যা ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করা হবে।

আয়োজকদের মতে, “যারা জলবায়ু সংকটের দীর্ঘমেয়াদি প্রভাব ভোগ করবে, সেই তরুণদের কণ্ঠস্বর ছাড়া কোনো ইশতেহারই টেকসই হতে পারে না।”

বহুমাত্রিক অংশগ্রহণ

অনুষ্ঠানে অংশ নিবেন—
পরিবেশ ও জলবায়ু বিষয়ক গবেষক,
নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা,
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা,
পরিবেশ আন্দোলনের কর্মী,
নীতিনির্ধারণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিরা।

অংশগ্রহণকারীদের জন্য থাকবে অফিসিয়াল টি-শার্ট, সারাদিনের খাবার ও নেটওয়ার্কিং সুবিধা এবং অংশগ্রহণ সনদ।

আয়োজকদের প্রত্যাশা

আয়োজকরা জানান, ‘ম্যানিফেস্টো টক’ সিরিজের লক্ষ্য কেবল আলোচনা নয়, বরং একটি দায়বদ্ধ ও পরিবেশবান্ধব নির্বাচনী সংস্কৃতি গড়ে তোলা। এই সংলাপ থেকে পাওয়া সুপারিশগুলো রাজনৈতিক দল, গণমাধ্যম ও সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের কাছে তুলে ধরা হবে।

ভবিষ্যতের পথে বার্তা

‘ম্যানিফেস্টো টক ৪’ প্রমাণ করবে—জলবায়ু ও পরিবেশ আর আলাদা কোনো ইস্যু নয়; এটি অর্থনীতি, কর্মসংস্থান, স্বাস্থ্য ও সামাজিক ন্যায়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। জাতীয় নির্বাচনের আগে এমন সংলাপ রাজনৈতিক দলগুলোর জন্য একটি স্পষ্ট বার্তা দিবে— এতে ভোটাররা পরিবেশ-সচেতন হবে, এবং তারা প্রতিশ্রুতি ও এর বাস্তবায়ন দেখতে চাইবে।

​আগ্রহীরা দেরি না করে এখনি রেজিষ্ট্রেশন করে ফেলুন নিচে দেওয়া লিংকে!

???? রেজিষ্ট্রেশন লিংক:
https://forms.gle/nScGiRrLgZzNMtHQ6

এ সংক্রান্ত আরও সংবাদ