জলবায়ু পরিবর্তনের ভূমিকা শীর্ষক ভার্চুয়াল কর্মশালা ২২ জানুয়ারি

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৬

জলবায়ু পরিবর্তনের ভূমিকা শীর্ষক ভার্চুয়াল কর্মশালা ২২ জানুয়ারি

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২০ জানুয়ারি ২০২৬ : জলবায়ু পরিবর্তন: বইয়ের পাতার গণ্ডি পেরিয়ে দৈনন্দিন জীবনের কঠিন বাস্তবতা নিয়ে তরুণদের জলবায়ু সচেতনতায় Brighters ও Bangladesh Youth Climate School-এর যৌথ উদ্যোগে জলবায়ু পরিবর্তনের ভূমিকা শীর্ষক ভার্চুয়াল কর্মশালার আয়োজন করা হয়েছে।

জলবায়ু পরিবর্তন এখন আর কোনো ভবিষ্যৎ আশঙ্কা নয়, এটি বাংলাদেশের প্রতিটি মানুষের দৈনন্দিন জীবনের এক অনিবার্য বাস্তবতা। ঘন ঘন বন্যা, নদীভাঙন, ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি ও খরার মতো দুর্যোগ প্রতিনিয়ত প্রভাব ফেলছে মানুষের জীবন-জীবিকা, খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিতে। এই বাস্তবতা উপলব্ধি করে তরুণদের জলবায়ু বিষয়ে সচেতন ও দক্ষ করে তুলতে এগিয়ে এসেছে সামাজিক উদ্যোগ Brighters এবং Bangladesh Youth Climate School।

এই দুই সংগঠনের যৌথ আয়োজনে আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি ফ্রি অনলাইন প্রশিক্ষণ— “Training on: Introduction to Climate Change”।

জলবায়ু পরিবর্তন বোঝার প্রাথমিক পাঠ

Manual6 Ad Code

অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিতব্য এই প্রশিক্ষণটি সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে। এতে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের মৌলিক ধারণা, এর বৈজ্ঞানিক কারণ এবং বৈশ্বিক ও স্থানীয় প্রভাব সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করবেন।

Manual8 Ad Code

প্রশিক্ষণে বিশেষভাবে আলোচিত হবে—

জলবায়ু পরিবর্তন কী এবং কেন এটি ঘটছে,
স্বল্প কার্বন নিঃসরণকারী দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ কেন সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ,
জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের ভূমিকা ও সম্ভাবনা।

বাংলাদেশ: জলবায়ু ঝুঁকির কেন্দ্রবিন্দু

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ বিশ্বের সবচেয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার বৃদ্ধি, চর ও নদী তীরবর্তী এলাকার ভাঙন, পাহাড়ি অঞ্চলে ভূমিধস এবং শহরাঞ্চলে জলাবদ্ধতা—সব মিলিয়ে জলবায়ু পরিবর্তন দেশের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোকে চরমভাবে চাপে ফেলছে।
এই প্রেক্ষাপটে তরুণদের জলবায়ু বিষয়ে জ্ঞান ও নেতৃত্ব তৈরি অত্যন্ত জরুরি বলে মনে করছেন আয়োজকরা। তাদের মতে, জলবায়ু সংকট মোকাবিলায় শুধু নীতিনির্ধারক বা আন্তর্জাতিক সংস্থার দিকে তাকিয়ে থাকলে হবে না; পরিবর্তনের চালিকাশক্তি হতে হবে সচেতন তরুণ সমাজ।

Manual8 Ad Code

তরুণদের জন্য উন্মুক্ত, সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণ
এই প্রশিক্ষণটি সম্পূর্ণ বিনামূল্যে আয়োজন করা হয়েছে, যাতে দেশের যেকোনো প্রান্তের শিক্ষার্থী ও তরুণরা সহজেই অংশ নিতে পারেন। প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আগ্রহীদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে বলা হয়েছে, যেখানে রেজিস্ট্রেশন লিংকসহ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক:
https://chat.whatsapp.com/HI5babEpal224l7lRNdQZN

Manual3 Ad Code

জ্ঞানই পরিবর্তনের প্রথম ধাপ

Brighters ও Bangladesh Youth Climate School-এর প্রতিনিধিরা জানান, “জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রথম শর্ত হলো সঠিক জ্ঞান ও সচেতনতা। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা তরুণদের মধ্যে জলবায়ু বিষয়ে প্রাথমিক কিন্তু শক্ত ভিত্তি তৈরি করতে চাই, যা ভবিষ্যতে তাদেরকে অ্যাডভোকেসি, গবেষণা ও মাঠপর্যায়ের উদ্যোগে যুক্ত হতে অনুপ্রাণিত করবে।”

জলবায়ু সংকট যখন প্রতিদিন আরও তীব্র হয়ে উঠছে, তখন এ ধরনের উদ্যোগ শুধু সময়োপযোগী নয়, বরং অত্যাবশ্যক। সচেতন ও দক্ষ তরুণ প্রজন্মই পারে একটি টেকসই ও জলবায়ু সহনশীল ভবিষ্যৎ নির্মাণ করতে—এই বিশ্বাস থেকেই এগিয়ে চলছে আয়োজকরা।

এ সংক্রান্ত আরও সংবাদ