পাটকল শ্রমিকের পাওনা দ্রুত পরিশোধ কর: সংগ্রাম পরিষদ

প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ণ, মে ৭, ২০২১

পাটকল শ্রমিকের পাওনা দ্রুত পরিশোধ কর: সংগ্রাম পরিষদ

Manual1 Ad Code

সৈয়দ নোমান আজমী, সহযোগী সম্পাদক । ঢাকা, ০৭ মে ২০২১ : “পাটকলের স্থায়ী ও বদলী শ্রমিকের পাওনা দ্রুত পরিশোধ কর এবং বন্ধ কারখানা চালু করে শ্রমিকদের কাজে ফিরাও।”

Manual4 Ad Code

পাট-সুতা-বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ আখচাষি ও চিনিকল রক্ষা সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দ এক য়ৌথ বিবৃতিতে গত বছরের জুলাই মাসে রাষ্ট্রায়ত্ব ২৫টি পাটকল বন্ধ করে এই মিলগুলোর স্থায়ী ২৪ হাজার শ্রমিক ও ২৬ হাজার বদলী এবং ক্যাজুয়াল শ্রমিকের পাওনা পরিশোধ ও তিনমাসের মধ্যে মিলগুলো চালুর যে প্রতিশ্রুতি ছিল তা এখনো বাস্তবায়ন না করায় ক্ষোভ প্রকাশ করেছেন।

এতে কর্মচ্যুৎ শ্রমিকেরা অত্যন্ত মানবেতর অবস্থায় পড়েছেন। অন্যদিকে বন্ধ পাটকলগুলো তিনমাসের মধ্যে নতুন ব্যবস্থায় চালুর কথা সরকার ঘোষনা করেছিল তারও কোন আলামত দেখা যাচ্ছেনা।

বিবৃতিতে নেতৃবৃন্দ, আখচাষিদের ছয় দফা মেনে নেয়া এবং পাট ও চিনিকলের শ্রমিক-কর্মচারীদের সমুদয় পাওনা দ্রুত পরিশোধের আহ্বান জানান। তারা বলেন, করোনা মহামারীতে শ্রমিকরা ক্ষতিগ্রস্থ হয়েছে। জীবন, জীবিকার সংকট তীব্র হয়েছে। নেতৃবৃন্দ, বন্ধ কারখানা চালু করে শ্রমিকদের পুনরায় কাজে নিয়োজিত করে তাদের দুর্দশামুক্ত করার দাবী জানান।

Manual3 Ad Code

শ্রমিকদের সামাজিক সুরক্ষা দিতেও তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ, বিরাষ্ট্রীয়করণ বাতিল করে জাতীয় সম্পদ রক্ষারও আহ্বান জানান।

Manual6 Ad Code

বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন, সহিদুল্লাহ চৌধুরী, আহ্বায়ক, পাট-সুতা-বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ, অধ্যক্ষ ইব্রাহিম খলিল, আহ্বায়ক, বাংলাদেশ আখচাষি ও চিনিকল রক্ষা সংগ্রাম পরিষদ, যুগ্ন-আহ্বায়ক, লুৎফর রহমান, যুগ্ন-আহ্বায়ক, কামরূল আহসান, মোঃ মছিউদদৌলা, যুগ্ন-আহ্বায়ক সুকুমার সরকার।

Manual5 Ad Code

শ্রমিকদের কাজে ফিরিয়ে এনে বন্ধ কারখানা চালুসহ পাটকলের স্থায়ী ও বদলী শ্রমিকের পাওনা দ্রুত পরিশোধ করার সংগ্রাম পরিষদের দাবীর প্রতি একাত্মতা প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Manual1 Ad Code
Manual5 Ad Code