সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, মে ২৪, ২০২১
বিনোদন প্রতিবেদক | ভারত, ২৪ মে ২০২১ : ভারতীয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল ও তার স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ের কোলজুড়ে প্রথম সন্তান এসেছে।
শনিবার বিকালে তাদের পুত্রসন্তানের আগমন ঘটেছে বলে এক ইনস্টাগ্রাম বার্তায় জানান শ্রেয়া ঘোষাল।
তিনি বলেন, “ইশ্বরের আশীর্বাদে আজ বিকালে আমাদের পুত্রসন্তানের জন্ম হয়েছে। এমন অনভূতি আগে কখনও হয়নি। আমি ও শিলাদিত্যসহ পুরো পরিবার আনন্দের জোয়ারে ভাসছি। ছোট্ট মানুষটাকে আশীর্বাদ করার জন্য আপনাদের ধন্যবাদ জানাই।”
চলতি বছরের মার্চের দিকে বেবিবাম্পের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সন্তানের আগমনবার্তা দিয়েছিলেন শ্রেয়া ঘোষাল।
সবার আশীর্বাদ চেয়ে লিখেছিলেন, “শ্রেয়াদিত্য আসছে। শিলাদিত্য আর আমি এই খবর জানাতে পেরে দারুণ রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে। আমাদের জীবনে এই নতুন অধ্যায়ের শুরু জন্য সকলের ভালোবাসা ও আশীর্বাদ কাম্য।”
পুত্রসন্তানের নাম শ্রেয়াদিত্যই রাখা হচ্ছে কি না-তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
২০১৫ সালে ছোটবেলার বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়কে বিয়ে করেন শ্রেয়া ঘোষাল।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D