অাজীবন বিপ্লবী কমরেড শরদিন্দু দস্তিদারের ১৬তম মৃত্যুবার্ষিকী অাজ: ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২০

অাজীবন বিপ্লবী কমরেড শরদিন্দু দস্তিদারের ১৬তম মৃত্যুবার্ষিকী অাজ: ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা নিবেদন

Manual3 Ad Code

চট্টগ্রাম, ১২ মে ২০২০: অাজীবন নিবেদিত প্রাণ বিপ্লবী ও মুক্তিসংগ্রামী কমরেড শরদিন্দু দস্তিদারের ১৬তম মৃত্যু বার্ষিকী অাজ।

Manual8 Ad Code

বাম রাজনীতির সাথে তার যোগাযোগ কিশোরকাল থেকে। শুধু তিনি একা নন তাঁর পরিবারের অনেকেই বাম প্রগতিশীল আন্দোলনে স্বমহিমায় দীপ্তি ছড়িয়ে গেছেন। যুব বিদ্রোহের ঘটনার পটভূমিতে কমরেড শরদিন্দু দস্তিদারের রাজনীতির সূচনা। চট্টগ্রাম মিউনিসিপাল স্কুলে সপ্তম শ্রেণীতে অধ্যয়নকালীন সময়ে মাস্টারদা সূর্যসেনের রাজনীতির সাথে (যুগান্তর) সক্রিয়ভাবে যুক্ত হয়ে পরেন। মাস্টারদার ফাঁসি হয়ে গেলে কমরেড শরদিন্দু দস্তিদার ও তাঁর বন্ধু কমরেড আব্দুস সাত্তারসহ কিছু তরুণ পুনরায় মাস্টারদার দলকে পুনর্গঠনের উদ্যোগ নেন। এক পর্যায়ে তাঁরা একই দিনে তিনটি মিলিটারি ক্যাম্প আক্রমণের পরিকল্পনা করেন। এই তথ্য ফাঁস হয়ে যাওয়ায় কমরেড শরদিন্দু দস্তিদার ১৯৩৫ সালের আগস্ট মাসে জীবনে প্রথমবারের মতো গ্রেফতার হন। এর পূর্বে উনার পরিবারের আরো তিন সদস্য জেলে ছিলেন। এরপর বামরাজনীতির সাথে যুক্ত হওয়ার পরেও আরো অনেকবার তিনি কারাবন্দী ছিলেন। বারবার কারাবরণ ও নির্যাতন তাঁর বিপ্লবী কর্মতেজকে কখনো দমন করতে পারেনি।
আমার এই রাজনৈতিক জীবনে অনেক বাম প্রগতিশীল নেতার সাথে কাজ করার সুযোগ হয়েছে, কিন্তু কমরেড শরদিন্দু দস্তিদারের ন্যায় দায়িত্ববোধ খুব কম নেতার মধ্যেই লক্ষ করেছি। কমরেড শরদিন্দু দস্তিদারের জীবন আমাদের রাজনৈতিক ইতিহাসের অপরিহার্য অংশ।

Manual3 Ad Code

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি ১৬তম মৃত্যুদিবসে এই নিবেদিত প্রাণ শ্রদ্ধাভাজন কমরেডের প্রতি অশেষ শ্রদ্ধা নিবেদন করেছেন। লাল সালাম কমরেড শরদিন্দু দস্তিদার।
অাজীবন নিবেদিত প্রাণ বিপ্লবী ও মুক্তিসংগ্রামী কমরেড শরদিন্দু দস্তিদারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual7 Ad Code