মৌলভীবাজারে মাসুমা ব্রিগেডের ফ্রী অক্সিজেন সার্ভিসের শুভ উদ্বোধন অাজ

প্রকাশিত: ৯:৫১ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০২১

মৌলভীবাজারে মাসুমা ব্রিগেডের ফ্রী অক্সিজেন সার্ভিসের শুভ উদ্বোধন অাজ

Manual1 Ad Code

সৈয়দা হাজেরা সুলতানা শানজিদা, বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার, ২৫ অাগস্ট ২০২১ : “মাস্ক ব্যবহার করুন, নিরাপদ দুরুত্বে থাকুন এবং সুস্থ থাকুন”- এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ যুবমৈত্রীর মৌলভীবাজার জেলা শাখা ও তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস) কর্তৃক পরিচালিত মাসুমা ব্রিগেডের ফ্রী অক্সিজেন সার্ভিসের শুভ উদ্বোধন করা হচ্ছে অাজ।

Manual5 Ad Code

মানুষের মধ্যে করোনা প্রতিরোধে ও করোনা সচেতনতা সৃষ্টিতে প্রচার অভিযানের অংশ হিসেবে অদ্য বুধবার (২৫ অাগস্ট ২০২১) বিকাল ৫টায় এ সার্ভিসের উদ্বোধন করবেন বাংলাদেশ যুবমৈত্রীর সভাপতি সাব্বাহ অালী খান কলিন্স।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ যুবমৈত্রীর সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোতাসিম বিল্লাহ সানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ যুবমৈত্রীর সাংগঠনিক সম্পাদক ও তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর সিইও হিমাংশু মিত্র।
অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান; বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা কমিটির সদস্য ও শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি কমরেড দেওয়ান মাসুকুর রহমান, তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর কেন্দ্রীয় তথ্য সম্পাদক অন্তরা রুদ্র পাল।
বাংলাদেশ যুবমৈত্রীর মৌলভীবাজার জেলা অাহবায়ক কমরেড তাপস ঘোষের সঞ্চালনায় অারও বক্তব্য দিবেন তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটির মৌলভীবাজার জেলা শাখার অাহবায়ক শ্যামলী সূত্রধর।
সভাপতিত্ব করবেন মাসুমা ব্রিগেডের কেন্দ্রীয় সভাপতি সুপ্রিয়া সুমী।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual6 Ad Code