সিলেটে বিসিকের ভার্চুয়ালী পণ্য মেলা উদ্বোধন

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২১

সিলেটে বিসিকের ভার্চুয়ালী পণ্য মেলা উদ্বোধন

Manual6 Ad Code

সৈয়দ অারমান জামী, বিশেষ প্রতিনিধি | সিলেট, ২৬ অাগস্ট ২০২১ : সিলেটে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর ভার্চুয়ালী পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে অাজ।

Manual8 Ad Code

অদ্য বৃহস্পতিবার (২৬ অাগস্ট ২০২১) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে জুম মাধ্যমে এ মেলার উদ্বোধন করেন বিসিকের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো: মোশতাক হাসান এনডিসি।
বিসিক, চট্টগ্রাম-এর অাঞ্চলিক পরিচালক (উপসচিব) মো: মোতাহার হোসেনের সভাপতিত্বে ও বিসিক অাইসিটি সেলের প্রকৌশলী এম এস সোহেল হাওলাদারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিকের (বিপণন, নকশা ও কারুশিল্প) পরিচালক (উপসচিব) মুহাম্মদ অাতাউর রহমান সিদ্দিকী, বিসিকের বিপণন বিভাগের মহাব্যবস্থাপক অখিল রঞ্জন তরফদার, নাসিব (সিলেট)-এর সভাপতি অালিমুল এহসান চৌধুরী, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায় ও তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর সিইও হিমাংশু মিত্র।
এছাড়াও ভার্চুয়ালী যুক্ত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান; তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস) কর্তৃক পরিচালিত মাসুমা ব্রিগেডের কেন্দ্রীয় সভাপতি সুপ্রিয়া সুমী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক কমরেড তাপস ঘোষ, তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর কেন্দ্রীয় তথ্য সম্পাদক অন্তরা রুদ্র পাল, উদ্দোক্তা সৈয়দা তাহমিনা বেগম, তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর মৌলভীবাজার জেলা অাহবায়ক শ্যামলী সূত্রধর, সোমা, সুলতানা পারভীন, অারমান অারা বেগম, কাবেরী পাল, ফাতেমা সুলতানা, কোরেসা সুলতানা, সালমা জামাল, সৈয়দ রাশেদ, শারমিন সরকার, লাকী ভূইয়া, মাহফুজা বেগম, মাহির শাহরিয়ার, সুলতানা, মুসলিমা, নাদিরা হোসাইন, পপি দে, প্রসেনজিৎ, কানিজ ফারহানা নাদিরা, খন্দকার মাসুম, অাব্দুল্লাহ অাল মামুন, অাবিদা সুলতানা সহ বিসিকের কর্মকর্তাবৃন্দ ও গ্রাসরুটসের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ সহ সদস্যরা।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual4 Ad Code