শূন্য কার্বনভিত্তিক স্থায়িত্বশীল উন্নয়ন নিশ্চিত করার দাবীতে ভার্চুয়াল সেমিনার অাজ

প্রকাশিত: ৭:০৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০২১

শূন্য কার্বনভিত্তিক স্থায়িত্বশীল উন্নয়ন নিশ্চিত করার দাবীতে ভার্চুয়াল সেমিনার অাজ

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ৩১ অক্টোবর ২০২১ : কপ-২৬ এর প্রাক্কালে জলবায়ু প্রভাব মোকাবেলায় সক্রিয় প্রচার প্রচারণার পাশাপাশি জলবায়ু প্রশমনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে শূন্য কার্বনভিত্তিক স্থায়িত্বশীল উন্নয়ন নিশ্চিত করার দাবিতে প্রান এবং ক্লিন এর যৌথ উদ্যোগে জাতীয় পর্যায়ে একটি ভার্চুয়াল সেমিনার অাজ।

আপনি জেনে থাকবেন যে, জলবায়ু পরিবর্তন সংকট মোকাবেলায় বিশ্ব-জলবায়ু-সম্মেলন-COP-26 অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে কেন্দ্র করে ইতোমধ্যে বিশ্ব নেতৃবৃন্দ স্কটল্যান্ডের গ্লাসো শহরে সমাবেত হয়েছেন।

Manual4 Ad Code

অাজ রবিবার (৩১ অক্টোবর, ২০২১) বেলা ৩.০০ ঘটিকায়  প্রান এবং ক্লিন এর যৌথ উদ্যোগে ‘শূন্য কার্বনভিত্তিক স্থায়িত্বশীল উন্নয়ন নিশ্চিত কর’ শীর্ষক জাতীয় পর্যায়ে এ ভার্চুয়াল সেমিনারটি অনুষ্ঠিত হচ্ছে।উক্ত সেমিনারে আপনি বিশেষভাবে আমন্ত্রিত।

সরাসরি যুক্ত হবার জন্য নিন্মে সেমিনারটির জুম লিংকসহ যাবতীয় তথ্যাদি দেয়া হলোঃ

Manual5 Ad Code

Topic: ভার্চুয়াল সেমিনার | শূন্য কার্বভিত্তিক স্থায়িত্বশীল উন্নয়ন নিশ্চিত কর

Manual2 Ad Code

Time: Oct 31, 2021 03:00 PM  Dhaka

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/3879376786

Meeting ID: 387 937 6786

Manual3 Ad Code

সেমিনারটি প্রান এবং বিডব্লিউজিইডি এর অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়াও ফেসবুকে এই সেমিনারের একটি ইভেন্ট খোলা হয়েছে। সবাইকে যুক্ত থাকার আন্তরিক অনুরোধ রইলোঃ  https://fb.me/e/1wbVQ80zd

আপনার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সুচিন্তিত পরামর্শ জলবায়ু সংকট নিরসনে কার্বন নিঃসরণ বন্ধে আমাদের সম্মিলিত উদ্যোগকে সফল করবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual4 Ad Code