ডিআরইউ’র নির্বাচনের তফসিল ঘোষণা

প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২১

ডিআরইউ’র নির্বাচনের তফসিল ঘোষণা

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৬ নভেম্বর ২০২১ : আগামী ২৯ নভেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সাধারণ সভা এবং ৩০ নভেম্বর ডিআরইউ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার (৬ নভেম্বর ২০২১) নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও দি ফিনান্সিয়াল হেরাল্ড সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের সভায় এই তফসিল ঘোষণা করা হয়।

Manual7 Ad Code

পাঁচ সদস্যের নির্বাচন কমিশনে আছেন ডিইউজের সাবেক সভাপতি শাহজাহান মিয়া, টিভি টুডের এডিটর-ইন-চিফ মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম-সম্পাদক আবু তাহের এবং বিএফইউজের সাবেক মহাসচিব এম এ আজিজ।

তফসিল: খসড়া ভোটার তালিকা প্রকাশ: ৭ নভেম্বর (রোববার সকাল ১১টা পর্যন্ত)। খসড়া ভোটার তালিকা সম্পর্কে আপত্তি দেয়ার শেষ সময় : ৯ নভেম্বর (মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত)। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ১১ নভেম্বর (বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত)। মনোনয়নপত্র পেশের শেষ তারিখ: ১৫ নভেম্বর (সোমবার বিকেল ৫টা পর্যন্ত)। মনোনয়নপত্র বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ: ১৬ নভেম্বর (মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত)। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়: ১৯ নভেম্বর (শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত)। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ: ২০ নভেম্বর (শনিবার দুপুর ২টা পর্যন্ত)।

Manual1 Ad Code

ভোট গ্রহণ: ৩০ নভেম্বর (মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত)। স্থান: ডিআরইউ নসরুল হামিদ মিলনায়তন (বিরতিহীন)।

যেসব পদে নির্বাচন অনুষ্ঠিত হবে: সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, নারী বিষয়ক সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক, ক্রীড়া সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, আপ্যায়ন সম্পাদক এবং কল্যাণ সম্পাদক (প্রতিটি পদে একজন করে)। কার্যনির্বাহী সদস্য ৭ জন।

ডিআরইউ কার্যালয় থেকে ১২ নভেম্বর শুক্রবার সকাল ১১টা হতে নির্ধারিত মূল্যে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে ডিআরইউ কার্যালয়ে রাখা বাক্সে জমা দিতে হবে।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ