সমবায় অাবার ধীরে ধীরে অগ্রসর হচ্ছে: নেছার আহমদ এমপি

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২১

সমবায় অাবার ধীরে ধীরে অগ্রসর হচ্ছে: নেছার আহমদ এমপি

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ০৬ নভেম্বর ২০২১ : “সমবায় অাবার বঙ্গবন্ধু যেভাবে চেয়েছিলেন সেভাবে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে।”

Manual4 Ad Code

আজ শনিবার (৬ নভেম্বর ২০২১) ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, জেলা সমবায় বিভাগ ও সমবায়ীদের আয়োজনে অালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এসব কথা বলেন।

Manual2 Ad Code

অনুষ্ঠানের শুরুতে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম প্রাঙ্গনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের (মৌলভীবাজার-হবিগঞ্জ) সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান, আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ দুলাল মিঞা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রহিম উদ্দিন তালুকদার।
সমবায়ীদের মধ্যে বক্তব্য দেন কুশিয়ারা মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মাশুকুর রহমান, স্মরণরায়নালা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি বিধান দাশ বাঁধন, নিবিড় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি আকিকুল হোসেন সায়েক, প্রতীক বহুমুখী সমবায় সমিতির সদস্য সৈয়দ সাইফুর রহমান, দুর্বার বহুমুখী সমবায় সমিতির সভাপতি রিংকু চক্রবর্তী ও হিলভিউ বহুমুখী সমবায় সমিতির সভাপতি বেলাল তালুকদার।
আলোচনা সভা শেষে সমবায়ীদের হাতে সম্মাননা পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিরা।

Manual6 Ad Code

চলতি বছর মৌলভীবাজারে ‘সমবায় সম্মাননা-২০২০’ (জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতি) যারা পেয়েছেন:

১. ডলুছড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ, শ্রীমঙ্গল
২. রূপালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ, জুড়ী
৩. লাকী মহিলা সমবায় সমিতি লিঃ, রাজনগর
৪. জনবন্ধু বহুমুখী সমবায় সমিতি লিঃ, মৌলভীবাজার সদর
৫. জুড়ী ভ্যালী মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ, জুড়ী
৬. স্মরণখোলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ, জুড়ী

বিশেষ সম্মাননা (২০১৮-২০১৯) অর্থবছরে সর্বোচ্চ সমবায় উন্নয়ন তহবিল প্রদানকারী সমিতি)

১. মৌলভীবাজার জেলা কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিঃ, কুলাউড়া
২. বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ, শ্রীমঙ্গল।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual6 Ad Code