বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিশেষ বরাদ্দের দাবি ছাত্র মৈত্রীর

প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, মে ১৭, ২০২০

বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিশেষ বরাদ্দের দাবি ছাত্র মৈত্রীর

Manual2 Ad Code

হাসিদুল ইসলাম ইমরান, ১৮ মে ২০২০ : অনলাইনে ক্লাস-পরীক্ষার নামে বেতন সেমিষ্টার ফি নেয়া বন্ধ, আগামী ২০২০-২১ অর্থ বছরের বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিশেষ বরাদ্দ, সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ৬ মাসের বেতনসহ ১ সেমিষ্টার ফি মওকুফ, শিক্ষার্থীদের আবাসনে ভর্তুকি প্রদানসহ ৪ দফা দাবীতে ব্যতিক্রমধর্মী ভার্চুয়াল মানববন্ধন করেছে শিক্ষা কাজের সংগ্রামের যোদ্ধা সংগঠন বাংলাদেশ ছাত্র মৈত্রী।

Manual2 Ad Code

লক ডাউনকে পুঁজি করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে তাদের শিক্ষাকার্যক্রম চলমান রাখার ঘোসনা দেয়। তবে এ কার্যক্রমের আড়ালে ছিলো শিক্ষার্থীদের থেকে মাসিক বেতন ফি ও সেমিস্টার ফি আদায়ের দূরভিসন্ধি লক্ষ্য। বাংলাদেশ ছাত্র মৈত্রী শুরু থেকেই এই মহামারিকালে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে এই হটকারী-বাণিজ্যিক পদ্ধতির প্রতিবাদ জানিয়ে আসছে।

ইতোমধ্যে কয়েকটি প্রতিষ্ঠান অনলাইন কার্যক্রম শুরু করেছে। কিন্তু লক ডাউনে রাস্তায় নেমে প্রতিবাদ করা সামাজিক ও পরিবেশগত ঝুঁকিপূর্ণ বিধায় ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় ও জেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানের নেতা-কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন দাবী সম্বলিত প্লাকার্ড নিয়ে তাদের নিজ নিজ টাইমলাইনে পোস্ট করে সামাজিক সচেতনা বৃদ্ধিতে। অনলাইনে প্রচারিত একটি ভিডিও বার্তায় বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি ফারুক আহমেদ রুবেল বলেন, ” অধিকাংশ মধ্যবিত্ত পরিবার ও মেহনতি মানুষের সন্তানেরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছে। বর্তমান বাস্তবতায় তাদের পরিবারের কর্মক্ষম ব্যক্তিরা কর্মহীন হয়ে পড়েছে। তাদের পরিবারের খাদ্য সংস্থানেই তারা হিমশিম খাচ্ছে। এই পরিস্থিতিতে তাদের পক্ষে সেমিস্টার ফি প্রদান, আবাসন ব্যয় ও উচ্চমূল্যের ইন্টারনেট ক্রয় করে অনলাইনে ক্লাস পরীক্ষায় অংশগ্রহন অনিশ্চিত হয়ে পড়বে। আমরা অনতিবিলম্বে এই বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করছি। সরকারের কাছে দাবী জানাই শিক্ষাখাতে বিশেষ বরাদ্দ ও ভর্তুকি দিয়ে এই সংকট নিরসনে উদ্যোগী হোক।”

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual8 Ad Code