এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২১

এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি

Manual5 Ad Code

পাবনা, ১৮ নভেম্বর ২০২১ : নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং মুক্তিযুদ্ধের চেতনা বিকাশের লক্ষ্যে “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (১৮ নভেম্বর ২০২১) দিনব্যাপী জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলার সাঁথিয়া উপজেলার সাঁথিয়া মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধকালীন স্মৃতিচারণ ও কুইজ প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
সিনিয়র তথ্য অফিসার মো. সামিউল আলমের সভাপত্বিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো. আ. মালেক। আলোচক হিসেবে উপস্থিত থেকে স্মৃতিচারণ করেন সাঁথিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ এবং সদস্য মুক্তিযোদ্ধা সদস্য বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করার পাশাপাশি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, মহান মুক্তিযুদ্ধে জেলায় বিশেষ করে সাঁথিয়া ও বেড়া উপজেলায় সংঘঠিত যুদ্ধের বর্ণনা করেন।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual3 Ad Code