‘মওলানা ভাসানী ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক ওয়ার্কার্স পার্টির আলোচনাসভা কাল

প্রকাশিত: ৯:২৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০২১

‘মওলানা ভাসানী ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক ওয়ার্কার্স পার্টির আলোচনাসভা কাল

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৯ নভেম্বর ২০২১ : স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে স্বাধীনতার প্রাণপুরুষ মজলুম জননেতা মওলানা ভাসানী স্মরণে আগামীকাল ২০ নভেম্বর ২০২১ বিকাল ৩টায় ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অফ বাংলাদেশ কাকরাইল-এর ‘মুক্তিযুদ্ধ স্মৃতি’ মিলনায়তনে ‘মওলানা ভাসানী ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

Manual8 Ad Code

মজলুম জননেতা মওলানা অাব্দুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে অায়োজিত এ অালোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশিষ্ট ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেসবাহ কামাল।
সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি।
উক্ত অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।
মজলুম জননেতা মওলানা অাব্দুল হামিদ খান ভাসানীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এ অনুষ্ঠানের সফলতা কামনা করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ