সংসদ সদস্যদের সহযোগিতায় পার্লামেন্ট মেম্বারস ক্লাব এগিয়ে যাবে : স্পিকার

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২১

সংসদ সদস্যদের সহযোগিতায় পার্লামেন্ট মেম্বারস ক্লাব এগিয়ে যাবে : স্পিকার

Manual5 Ad Code

ঢাকা, ১৯ নভেম্বর ২০২১ : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সকল সংসদ সদস্যের সহযোগিতায় পার্লামেন্ট মেম্বারস ক্লাব এগিয়ে যাবে।

Manual7 Ad Code

তিনি আজ শুক্রবার (১৯ নভেম্বর ২০২১) জাতীয় সংসদ ভবনের এলডি হলে পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের বার্ষিক সাধারণ সভা উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
কোভিড পরিস্থিতি থেকে উত্তরণের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আরো বড় পরিসরে সংসদ সদস্যদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের মাধ্যমে পার্লামেন্ট মেম্বারস ক্লাব ভবিষ্যতে আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পিকার।
এর আগে জাতীয় সংসদের চিফ হুইপ ও পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সভাপতি নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে পার্লামেন্ট মেম্বারস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাধারণ সম্পাদক এবি তাজুল ইসলামের সঞ্চালনায় এ সভায় ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংসদ সদস্য মমতাজ বেগম এবং জুনাইদ আহমেদ পলক এমপিসহ অন্যান্য শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual2 Ad Code