‘সাইবার জগতে নারী নিপীড়ন’ শীর্ষক ১২তম আন্তর্জাল সংলাপ কাল

প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২১

‘সাইবার জগতে নারী নিপীড়ন’ শীর্ষক ১২তম আন্তর্জাল সংলাপ কাল

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৯ নভেম্বর ২০২১ : “সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে: বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর ও নারী মুক্তির আন্দোলন” শীর্ষক বছরব্যাপী প্রজন্মান্তরে আলাপচারিতার এই পর্বে আগামীকাল মঙ্গলবার, ১৫ অগ্রহায়ণ ১৪২৮ (৩০ নভেম্বর ২০২১) সন্ধ্যা ৬টায় নারীপক্ষ আয়োজন করেছে ১২তম আন্তর্জাল সংলাপঃ সাইবার জগতে নারী নিপীড়ন। এই আলাপচারিতায় আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন:

Manual2 Ad Code

? সারা হোসেন, অনারারী নির্বাহী পরিচালক, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)
? খালেদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন, পুলিশ সদর দপ্তর
?রাফিয়াত রশিদ মিথিলা, উন্নয়নকর্মী ও অভিনেত্রী
?তৃষিয়া নাশতারান, নারীবাদী সংগঠক ও ফোরসাইট স্ট্র্যাটেজিস্ট; সভাপতি, অগ্নি ফাউন্ডেশন বাংলাদেশ; প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক, মেয়ে নেটওয়ার্ক
?রেজাউর রহমান লেনিন, গবেষক ও মানবাধিকারকর্মী
?সঞ্চালনা করবেনঃ মাহফুজা মালা, সদস্য, নারীপক্ষ

Manual3 Ad Code

আপনারা সবাই আমন্ত্রিত ?

Facebook event link: https://fb.me/e/39sV3U43f

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ