সিলেট ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২১
ঢাকা, ০৬ ডিসেম্বর ২০২১: জিম্বাবুয়ে থেকে ফিরে কোয়ারেন্টাইনে থাকা বাংলাদেশ মহিলা দলের দুই ক্রিকেটারের কোভিড-১৯ পজিটিভ এসেছে।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘তাদের আইসোলেশনে রাখা হয়েছে।’
তবে পুনরায় তাদের নমুনা আবারও নেয়া হয়েছে। সেই ফলাফলের অপেক্ষায় বিসিবির চিকিৎসকরা।
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের টুর্নামেন্ট শেষে গত পহেলা ডিসেম্বর দেশে ফিরে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দেশে ফিরে হোটেল সোনাগাঁওয়ে ৫ দিনের কোয়ারেন্টাইনে প্রবেশ করেন তারা। কোভিড-১৯ পরীক্ষার প্রথমটিতে কেউ পজিটিভ আসেনি। তবে দ্বিতীয় পরীক্ষায় দু’জনের পজিটিভ আসে।
জিম্বাবুয়ের পাশের দেশ দক্ষিণ আফ্রিকায় করোনভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ার কারনে টুর্নামেন্টের মাঝপথেই বিশ্বকাপের বাছাইপর্ব বাতিল করতে বাধ্য হয় আইসিসি।
২০২২ সালের ৪ মার্চ থেকে নিউজিল্যান্ডের বসবে ওয়ানডে বিশ্বকাপ। ক্রাইস্টচার্চে ৩ এপ্রিল হবে বিশ্বকাপের ফাইনাল।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি