দুই নারী ক্রিকেটারের করোনা পজিটিভ

প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২১

দুই নারী ক্রিকেটারের করোনা পজিটিভ

Manual8 Ad Code

ঢাকা, ০৬ ডিসেম্বর ২০২১: জিম্বাবুয়ে থেকে ফিরে কোয়ারেন্টাইনে থাকা বাংলাদেশ মহিলা দলের দুই ক্রিকেটারের কোভিড-১৯ পজিটিভ এসেছে।

Manual7 Ad Code

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘তাদের আইসোলেশনে রাখা হয়েছে।’
তবে পুনরায় তাদের নমুনা আবারও নেয়া হয়েছে। সেই ফলাফলের অপেক্ষায় বিসিবির চিকিৎসকরা।
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের টুর্নামেন্ট শেষে গত পহেলা ডিসেম্বর দেশে ফিরে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দেশে ফিরে হোটেল সোনাগাঁওয়ে ৫ দিনের কোয়ারেন্টাইনে প্রবেশ করেন তারা। কোভিড-১৯ পরীক্ষার প্রথমটিতে কেউ পজিটিভ আসেনি। তবে দ্বিতীয় পরীক্ষায় দু’জনের পজিটিভ আসে।
জিম্বাবুয়ের পাশের দেশ দক্ষিণ আফ্রিকায় করোনভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ার কারনে টুর্নামেন্টের মাঝপথেই বিশ্বকাপের বাছাইপর্ব বাতিল করতে বাধ্য হয় আইসিসি।
২০২২ সালের ৪ মার্চ থেকে নিউজিল্যান্ডের বসবে ওয়ানডে বিশ্বকাপ। ক্রাইস্টচার্চে ৩ এপ্রিল হবে বিশ্বকাপের ফাইনাল।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual3 Ad Code