বাউল র‌ণেশের ‘৪০ বছরের সাধনার গানের বই ও বাদ্যযন্ত্রসহ ঘরটাই’ পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, মে ১৯, ২০২০

বাউল র‌ণেশের ‘৪০ বছরের সাধনার গানের বই ও বাদ্যযন্ত্রসহ ঘরটাই’ পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

Manual3 Ad Code

সুনামগঞ্জ, ২০ মে ২০২০: সুনামগ‌ঞ্জে ব‌াউল র‌ণেশ ঠাকু‌রের চল্লিশ বছর ধরে সাধনার গানের বই ও বাদ্যযন্ত্রসহ গা‌নের ঘরটাই জ্বা‌লি‌য়ে দি‌য়ে‌ছে দুর্বৃত্তরা।

Manual8 Ad Code

সোমবার বি‌কা‌লে দিরাই‌ উপজেলার উজানধল গ্রা‌মে ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রেছে পু‌লিশ ।

র‌ণেশ ঠাকুর বাউল সম্রাট শাহ আবদুল ক‌রি‌মের শিষ্য।

দিরাই থানার এসআই জ‌হিরুল ইসলাম জানান, আগের গভীর রা‌তে এ আগুন জ্বালা‌নোর ঘটনা ঘটে। আগু‌নে বাউলের দোতরা, বেহালা, হার‌মো‌নিয়ামসহ গান গাওয়ার সব যন্ত্রপা‌তি পু‌ড়ে ছাই হ‌য়ে গে‌ছে।

“ঘরের একপাশে দুটো ভেড়া ছিল। এগুলো বের করে দিয়ে আগুন ধরানো হয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করছি।”

Manual3 Ad Code

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, রণেশ ঠাকুরের বসত ঘরের উল্টোদিকে তার বাউল গা‌নের ঘর। ওখানেই তার ও শিষ্যদের বাদ্যযন্ত্র থাকত। রোববার রাত ১১টায় পরিবারের সবাই ঘুমোতে যান। রাত ১টার পর রণেশ ঠাকুরের বড় ভাইয়ের স্ত্রী চিৎকার করে সবাইকে ডাকতে থাকেন। অন্যরা ঘুম থেকে উঠে দেখেন গা‌নের ঘর পুড়ে যাচ্ছে। পরে আশপাশের লোকজন চেষ্টা করে আগুন নেভালেও পুরো ঘরই পুড়ে ছাই হয়ে যায়।

রণেশ ঠাকুর জানান, গ্রামের বা আশপাশের কারো সঙ্গেই তার কোন শত্রুতা নেই। কারা যে এমন ঘটনা ঘটিয়েছে তা তিনি বুঝতেই পারছেন না।

Manual8 Ad Code

বাউল সম্রাট শাহ্ আবদুল করিমের ছেলে নূর জালাল জানান, আগু‌নে রণেশ ঠাকুরের প্রায় চল্লিশ বছরের সাধনার সব যন্ত্রপাতি, গানের বই-পত্র পুড়ে ছাই হয়ে গে‌ছে।

Manual4 Ad Code

ব‌াউল র‌ণেশ ঠাকু‌রের চল্লিশ বছর ধরে সাধনার গানের বই ও বাদ্যযন্ত্রসহ গা‌নের ঘর জ্বা‌লি‌য়ে দেওয়ার সাথে জড়িত দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual2 Ad Code