সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, মে ২০, ২০২০
রাজশাহী, ২০ মে ২০২০ : রাজশাহী মহানগরীর কোর্ট মহাবিদ্যালয়ে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। বুধবার সকালে সামাজিক দূরত্ব মেনে ১০০ জন নারী-পুরুষের মাঝে ঈদ উপহার হিসেবে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, আলু, লবণ, তেল, চিনি, সেমাই ও দুধ। কোর্ট মহাবিদ্যালয়ের শিক্ষক পরিষদ এসব বিতরণের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।
তিনি বলেন, লকডাউনের কারণে দীর্ঘদিন ধরে কর্মহীন হয়ে পড়া সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। রাজশাহীতে এসব মানুষকে খাদ্য সহায়তা দিতে সরকারিভাবে ত্রাণ কার্যক্রম চলছে। সংসদ সদস্য হিসেবে আমি সরকারি ত্রাণ কার্যক্রমে মানুষের নাম অন্তর্ভুক্ত করছি। এসবের পাশাপাশি অনেকে ব্যক্তিগতভাবেও মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এমন দুযোর্গকালে যারা গরীব মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন- তাদের সবাইকে ধন্যবাদ জানাই। এ সময় করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ফজলে হোসেন বাদশা
খাদ্যসামগ্রী বিতরণকালে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কোর্ট মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. কামরুজ্জামান, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আবদুল্লাহ ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D