অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা এমপি

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, মে ২০, ২০২০

অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা এমপি

Manual4 Ad Code

রাজশাহী, ২০ মে ২০২০ : রাজশাহী মহানগরীর কোর্ট মহাবিদ্যালয়ে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। বুধবার সকালে সামাজিক দূরত্ব মেনে ১০০ জন নারী-পুরুষের মাঝে ঈদ উপহার হিসেবে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, আলু, লবণ, তেল, চিনি, সেমাই ও দুধ। কোর্ট মহাবিদ্যালয়ের শিক্ষক পরিষদ এসব বিতরণের আয়োজন করে।

Manual7 Ad Code

এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।
তিনি বলেন, লকডাউনের কারণে দীর্ঘদিন ধরে কর্মহীন হয়ে পড়া সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। রাজশাহীতে এসব মানুষকে খাদ্য সহায়তা দিতে সরকারিভাবে ত্রাণ কার্যক্রম চলছে। সংসদ সদস্য হিসেবে আমি সরকারি ত্রাণ কার্যক্রমে মানুষের নাম অন্তর্ভুক্ত করছি। এসবের পাশাপাশি অনেকে ব্যক্তিগতভাবেও মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এমন দুযোর্গকালে যারা গরীব মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন- তাদের সবাইকে ধন্যবাদ জানাই। এ সময় করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ফজলে হোসেন বাদশা

Manual6 Ad Code

খাদ্যসামগ্রী বিতরণকালে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কোর্ট মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. কামরুজ্জামান, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আবদুল্লাহ ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual5 Ad Code