সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২১
| আমিনা তাবাসসুম | লন্ডন (যুক্তরাজ্য), ২২ ডিসেম্বর ২০২১ : কৃষ্ণচূড়া সাহিত্যপত্র ২০২১ (বর্ষ ২) বিলেত থেকে প্রকাশিত একমাত্র বাঙ্গালী পত্রিকা যা ব্রিটিশ লাইব্রেরীতে সংগৃহীত। পত্রিকাটি বাংলা এবং ইংরেজি – দুই ভাষার লেখায়ই সমৃদ্ধ। মৌলিক গল্প, কবিতা, ভ্রমণ কাহিনী, প্রবন্ধ, পল্লীজীবন, লোকসাহিত্য, অভিবাসী বাঙ্গালীর গল্প, উপনিবেশ ও বাঙ্গালীর স্বাধীনতা আন্দোলনের কথা এবং চিত্রকলা – সবমিলিয়ে সব ধরণের পাঠকের খোরাক জোগানোর লেখা এখানে আছে। চার মহাদেশের লেখকদের লেখা যুক্ত আছে এই বইটিতে। সাথে আমার লেখা একটা গল্পও আছে।
প্রতিদিন ঘুমানোর আগে একটু করে বইটা পড়ছি। দারুণ লাগছে। প্রত্যেকটা লেখা বা চিত্রকলা আমার কাছে ভীষণ রুচিশীল, তথ্যসমৃদ্ধ এবং ভিন্নধর্মী মনে হচ্ছে।
বইটির কম্পোজিং ঢাকায়, মুদ্রণ বিলেতে এবং প্রকাশক কৃষ্ণচূড়া।
বইটি সংগ্রহ করতে চাইলে নিচে বিস্তারিত দিয়ে দিলাম। অথবা যুক্তরাজ্যের বন্ধুরা আমার সাথেও যোগাযোগ করতে পারবেন।
452 pages offset white paper
Price £10 + postage
(please see further for price in your currency)
Contact for your copy:
krishnochura.uk@gmail.com or
masih.alam@gmail.com
PC: Osama S M Khan
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D