করোনায় কষ্টের দিন কাটছে শ্রীমঙ্গলের নির্মাণ শ্রমিকদের

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, মে ২২, ২০২০

করোনায় কষ্টের দিন কাটছে শ্রীমঙ্গলের নির্মাণ শ্রমিকদের

শ্রীমঙ্গল, ২২ মে ২০২০: ‘করোনা ভাইরাসকে কেন্দ্র করে বিপাকে পরেছেন শ্রীমঙ্গল উপজেলার নির্মাণ শ্রমিকরা। করোনা ভাইরাসে উপজেলা লকডাউন ও সব ধরনের কাজকর্ম বন্ধ থাকায় ঘরে বসে কষ্টের দিনপার করছেন সিংহভাগ নির্মাণ শ্রমিক।’ অদ্য ২২ মে শুক্রবার সন্ধ্যা ৭টায় প্রেসক্লাব সংলগ্ন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় শ্রমিক ফেডারেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে অায়োজিত নির্মাণ শ্রমিকদের সাথে এক বৈঠকে এসব কথা বলা হয়।

সামাজিক দূরত্ব বজায় রেখে জাতীয় শ্রমিক ফেডারেশনের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।
নির্মাণ শ্রমিকদের মধ্যে বক্তব্য দেন মোঃ মফিজ মিয়া, বিজয় রুহী দাস, মোঃ ফিরোজ মিয়া ও সবুর খান প্রমূখ।

নেতৃবৃন্দ অারো জানান, উপজেলায় প্রায় চার হাজারের অধিক নির্মাণ শ্রমিক রয়েছে। এসব নির্মাণ শ্রমিকদের মধ্যে কেউ ভবন নির্মাণ, ঘর নির্মাণ ও রঙ মিস্ত্রীসহ বিভিন্ন নির্মাণ কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন। এদের মধ্যে সিংহভাগ নির্মাণ শ্রমিক দিন আনেন দিন খান। একদিন কাজ না করলে চুলোয় আগুন জলে না। করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলা জনিত পরিস্থিতিতে ঘর থেকে বের হয়ে কাজে যেতে পারছেন না। সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পান না অধিকাংশ শ্রমিকরা। এখন পর্যন্ত উপজেলায় সরকারি ও সামাজিক সংগঠনগুলো যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন তা পৌঁছায়নি বেশিরভাগ নির্মাণ শ্রমিকের কাছে। ফলে পরিবার পরিজন নিয়ে খুব কষ্টের দিন কাটাতে হচ্ছে।

নির্মাণ শ্রমিক মো: মফিজ মিয়া বলেন, তিনি সরকারের ঘোষণা পর কাজে যাওয়া বন্ধ করে দিয়েছেন। নতুন করে কোনো কাজ পাওয়ার সুযোগ নেই।

জাতীয় শ্রমিক ফেডারেশনের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি জালাল উদ্দিন বলেন, নির্মাণ শ্রমিকরা করোনা পরিস্থতিতে মানবেতর জীবন যাপন করছেন। অসহায় হয়ে পরেছে তাদের পরিবার। সরকার ও স্থানীয় প্রশাসনের কাছে যাচাই বাছাই প্রকৃত শ্রমিকদের ত্রাণ সহায়তার অনুরোধ জানিয়েছেন এই শ্রমিক নেতা।

এ ব্যাপারে সহায়তা চেয়ে সরকার ও প্রশাসন বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে বলে জানান বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ