ছয় বার ইউরোপীয় কাপ বিজয়ী রিয়াল কিংবদন্তী জেন্টো মারা গেছেন

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২২

ছয় বার ইউরোপীয় কাপ বিজয়ী রিয়াল কিংবদন্তী জেন্টো মারা গেছেন

মাদ্রিদ (স্পেন), ১৮ জানুয়ারি ২০২২: একমাত্র ফুটবলার হিসেবে ছয় বার ইউরোপীয় কাপ বিজয়ী রিয়াল মাদ্রিদ কিংবদন্তী প্যাকো জেন্টো মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। জেন্টোর  সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ আজ একথা জানিয়েছে।

জেন্টোর ২৩ টি ট্রফি জয়ের ক্লাব রেকর্ড ৫০ বছরেরও বেশী সময় পর্যন্ত অক্ষত ছিল। গতকাল  সোমবার বদলী হিসেবে সুপার কাপ জয়ের মাধ্যমে ওই রেকর্ডে ভাগ বসিয়েছেন রিয়াল অধিনায়ক মার্সেলো।
ক্যারিয়ারে ৬০০ম্যাচে অংশ নিয়ে ১৮২টি গোল করেছেন জেন্টো। ১৯৫৩ থেকে ১৯৭১ সাল পর্যন্ত  সময়কালে তিনি ১২টি লীগ ও দুটি স্প্যানিশ কাপের শিরোপাও জয় করেছেন।
নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিয়াল মাদ্রিদ জানায়,‘ ক্লাবের সভাপতি ও পরিচালনা বোর্ড  বিশ্ব ফুটবল ও আমাদের ক্লাবের শ্রেষ্ঠ কিংবদন্তীদের একজন জেন্টোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। ফুটবলের ইতিহাসে প্যাকো জেন্টো একমাত্র ফুটবলার যিনি ছয় বার ইউরোপীয় কাপ জয় করেছেন।’
শ্রেষ্ঠত্বের জন্য ক্লাব ও ফুটবল ভক্তরা তাকে  চিরদিন স্মরনে রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

একমাত্র ফুটবলার হিসেবে ছয় বার ইউরোপীয় কাপ বিজয়ী রিয়াল মাদ্রিদ কিংবদন্তী প্যাকো জেন্টো’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ