১০দিন সারাদেশ লকডাউন করুন: রোড সেফটি ফাউন্ডেশন

প্রকাশিত: ৭:২১ পূর্বাহ্ণ, মে ২৪, ২০২০

১০দিন সারাদেশ লকডাউন করুন: রোড সেফটি ফাউন্ডেশন

Manual1 Ad Code

ঢাকা, ২৪ মে ২০২০: করোনা ভাইরাসের সংক্রমণরোধে আসন্ন ঈদুল ফিতরের আগে-পরে সারাদেশ একযোগে ১০দিন লকডাউন করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

Manual2 Ad Code

রোড সেফটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এবং নির্বাহী পরিচালক সাইদুর রহমান এক বিবৃতিতে বলেন, দেশের করোনা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে। এই প্রেক্ষিতে সরকার সংক্রমণ রোধে সাধারণ ছুটির মেয়াদ কয়েক দফায় ৩০ মে পর্যন্ত বৃদ্ধি করেছে। কিন্তু পোশাক কারখানা চালু রাখা এবং সীমিত আকারে দোকানপাট খোলার অনুমতির সুযোগে মানুষের অসচেতনভাবে চলাচল বৃদ্ধি পেয়েছে। রাজধানীতে যাত্রীবাহী বাস ব্যতীত সকল ধরনের যানবাহন উদ্বেগজনক হারে চলছে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্বক চেষ্টা করেও নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। গত ২৬ মার্চ থেকে সারাদেশে যাত্রাবাহী গণপরিবহন বন্ধ থাকার পরেও কয়েক দফায় কর্মজীবী ও শ্রমজীবী মানুষ নানা উপায়ে গাদাগাদি করে রাজধানী থেকে বাড়ি গেছেন এবং বাড়ি থেকে রাজধানীতে ফিরেছেন। অপরিণামদর্শী এমন আচরণ করোনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
দেশে চলমান সাধারণ ছুটির মধ্যেই ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকার জনগণকে নিজ নিজ অবস্থানে থেকে ঈদ উদযাপনের আহবান জানিয়েছে। এজন্য যাত্রীবাহী গণপরিবহন বন্ধ রাখাসহ ঈদের আগের ৪ দিন ও পরের ২ দিন অন্য সকল যানবাহন চলাচলে কঠোর নির্দেশনা জারী করেছে। তারপরও মানুষকে থামানো যাচ্ছে না। মোটরসাইকেল, প্রাইভেট কার-মাইক্রোবাস, পণ্যবাহী পরিবহন, ক্ষুদ্র ও হালকা যানবাহনের মাধ্যমে মানুষ বাড়ি ফিরছে। গত কয়েকদিন যাবৎ সড়ক-মহাসড়ক ও ফেরীঘাটসমূহে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। এতে করোনা সংক্রমণ দেশব্যাপী ভয়াবহভাবে ছড়িয়ে পড়বে। “ঈদ উদযাপন মানেই কর্মস্থল থেকে যে কোনো মূল্যে বাড়ি ফেরা এবং আত্মীয়-স্বজনের বাড়িতে ঘোরাঘুরি করা”-এটা আমাদের ঐতিহ্য। মূলত ঈদ উদযাপনের এই সংস্কৃতি করোনা সংক্রমণের মাধ্যমে আমাদেরকে একেবারে খাদের কিনারে নিয়ে যাবে।
এমন আতঙ্কিত বাস্তবতায়- জনগণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে সকল নৌ-টার্মিনাল, বড় ব্রিজ, জেলার প্রবেশ পথ এবং সড়ক-মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানসমূহে সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে পাহারা বসানো জরুরি হয়ে পড়েছে। এজন্য রোড সেফটি ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ঈদের আগে-পরে ১০দিন (২১-৩০ মে পর্যন্ত) সারাদেশ লকডাউন করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual6 Ad Code