প্রতিবেশী দেশের প্রতি আমাদের কোন অসৎ উদ্দেশ্য নেই: পুতিন

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২২

প্রতিবেশী দেশের প্রতি আমাদের কোন অসৎ উদ্দেশ্য নেই: পুতিন

Manual1 Ad Code

মস্কো (রাশিয়া), ০৪ মার্চ ২০২২ : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, প্রতিবেশী দেশের প্রতি তাদের কোন অসৎ উদ্দেশ্য নেই।

পশ্চিমের দেশগুলোকে সতর্ক করে তিনি বলেন, যারা ইউক্রেনে রুশ অভিযানের বিরোধিতা করছেন, তারা যেন তার দেশের ওপর আরও নিষেধাজ্ঞা জারি করে পরিস্থিতির অবনতি না ঘটান।

Manual8 Ad Code

এক সরকারি সভায় ভাষণে পুতিন এসব কথা বলেন। শুক্রবার বিবিসি এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকা একটি টেলিভিশন চ্যানেল এ ভাষণ সরাসরি সম্প্রচার করেছে। পুতিন বলেন, ‘প্রতিবেশী দেশের প্রতি আমাদের কোন অসৎ উদ্দেশ্য নেই।’

Manual3 Ad Code

সম্পর্কের অবনতি ঘটে- এমন কোন পদক্ষেপ প্রতিবেশী দেশগুলো নেবে না বলে তার সরকার মনে করে।
তিনি বলেন, ‘সম্পর্ক কীভাবে স্বাভাবিক করা যায়, কীভাবে সহযোগিতা বাড়ানো যায়, সেটাই সবার চিন্তা করা উচিত।’

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Manual1 Ad Code
Manual7 Ad Code