কাজী নজরুল ইসলাম ও কিছু ভাবনা (৩)

প্রকাশিত: ৭:২৪ পূর্বাহ্ণ, মে ৩১, ২০২০

কাজী নজরুল ইসলাম ও কিছু ভাবনা (৩)

Manual5 Ad Code

হাফিজ সরকার, ৩১ মে ২০২০ : কাজী নজরুল ইসলাম কেন নোবেল পেলেন না? তার নোবেল কি আসলেই চুরি হয়েছিল? আসলেই কি রবীন্দ্রনাথ নজরুলের লেখা চুরি করে নোবেল পেয়ে গিয়েছিলেন?

Manual3 Ad Code

এরকম অনেক প্রশ্ন ঘুরপাক খেয়েছে, খাচ্ছে অনেকের মনেই। সঠিক উত্তরটা আমারা কজনই বা জানি।
চলুন আলোচনা করা যাক এসব নিয়েই।
বাংলা সংস্কৃতি ও সাহিত্যকলায় রবীন্দ্রনাথ আর নজরুল ছাড়া আমরা কিছু ভাবতেই পারি না। আমাদের কোন সাংস্কৃতির অনুষ্ঠান শুরু হয়না, শেষও হয়না রবীন্দ্রনাথ আর নজরুল ছাড়া। তবুও একটা সাম্প্রদায়িক গোষ্ঠী আছে যারা রবীন্দ্রনাথ আর নজরুলকে মুখোমুখি দাঁড় করিয়ে ফায়দা লুটতে চায়। যারা আদতে জানেও না সাহিত্য, নোবেল, ইত্যাদি সম্পর্কে; যারা জানেনা রবীন্দ্রনাথ আর নজরুলের ঘনিষ্ঠতা সম্পর্কে। একটা গুজব অনেকেই শুনেছেন যে- গীতাঞ্জলি আদতে নজরুলেরই লেখা, রবীন্দ্রনাথ সেটি চুরি করে নোবেল বাগিয়ে নিয়েছেন। অথচ গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ যখন নোবেল পুরষ্কার পান তখন নজরুলের পক্ষে গীতাঞ্জলী লেখা সম্ভবই ছিল না। কী বিশ্বাস হচ্ছে না!

Manual7 Ad Code

চলুন জেনে নেই কমন সেন্স কাহাকে বলে! * রবীন্দ্রনাথের জন্ম ১৮৬১ সালে।
* নজরুলের জন্ম ১৮৯৯ সালে।
* রবীন্দ্রনাথ ১৯১৩ সালে যখন নোবেল পুরস্কার পান, আমাদের বিদ্রোহী কবি নজরুল তখন সবেমাত্র ১৪ বছরের বালক।

Manual7 Ad Code

* তিনি তখন আসানসোলে দিনের বেলা এক রুটির দোকানে কাজ করে রাতের বেলা পুলিশের দারোগা রফিক উদ্দিনের বাসার সিঁড়ির নিচে ঘুমান।

* বলাবাহুল্য, ১৯১৭ সালে ব্রিটিশ সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দিয়ে প্রথম বিশ্বযুদ্ধে যাওয়ার পূর্বে নজরুলের কবি বলে কোন পরিচয় ছিলনা।

তাহলে বলুন তো, কীভাবে নজরুলের গীতাঞ্জলি রবীন্দ্রনাথ চুরি করেন!

Manual3 Ad Code

একটা সাম্প্রদায়িক গোষ্ঠী আছে যারা রবীন্দ্রনাথ আর নজরুলকে মুখোমুখি দাঁড় করিয়ে ফায়দা লুটতে চায়। তারা বিদ্রোহী কবি, সাম্যের কবি, অসাম্প্রদায়িক কবি নজরুল ইসলামকে মুসলিম কবি বানাতে চায়। আর বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে হিন্দু বানিয়ে বাংগালী জাতীসত্ত্বাকে খাটো করতে চায়। যারা আদোতে জানেও না সাহিত্য কি, নোবেল কি; যারা জানেনা রবীন্দ্রনাথ আর নজরুলের ঘনিষ্ঠতা সম্পর্কে।

(হাফিজ সরকার)

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual5 Ad Code