গণপরিবহনে ৫০ শতাংশ ফাঁকা রাখার অযুহাতে ৮০ শতাংশ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক: ছাত্রমৈত্রী

প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, মে ৩১, ২০২০

গণপরিবহনে ৫০ শতাংশ ফাঁকা রাখার অযুহাতে ৮০ শতাংশ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক: ছাত্রমৈত্রী

Manual4 Ad Code

সৈয়দা তাহমিনা বেগম সীমা, ৩১ মে ২০২০ : ”গণপরিবহনে ৫০ শতাংশ ফাঁকা রাখার অযুহাতে ৮০ শতাংশ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তকে একপক্ষীয় এবং অযৌক্তিক।” ৩১ মে রবিবার বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক আহমেদ রুবেল এবং সাধারণ সম্পাদক কাজী আব্দুল মোতালেব জুয়েল যৌথ বিবৃতিতে এসব কথা বলেন।

Manual4 Ad Code

বিকেল ৪ টায় কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হাসিদুল ইসলাম ইমরান স্বাক্ষরিত প্রেরিত বিবৃতিতে নেতৃবৃন্দ এমন মন্তব্য করেন।
বিবৃতিতে তারা বলেন, “সরকারের অপরিকল্পিত তথাকথিত লকডাউনের কারণে দেশের অধিকাংশ মানুষ বর্তমানে ইতিহাসের দীর্ঘ সময় কর্মহীন-আয়হীন কঠিন সময়ের মধ্যদিয়ে জীবনযাপন করছে। এমন সময় ভাড়া বৃদ্ধির এই সিদ্ধান্ত সাধারণ মানুষের উপর চাপিয়ে দেয়া একপক্ষীয়, সর্বসাধারনের স্বার্থ বহির্ভুত এবং অযৌক্তিক।
গণমাধ্যম সূত্র বলছে- করোনা মহামারীর পূবেই বিআরটিএ এবং মালিক সমিতি ৪০ শতাংশ ভাড়া বৃদ্ধির খসড়া আগেই তৈরী করা ছিল। স্পষ্টতই করোনা মহামারীতে সাধারণ মানুষের সামাজিক দুরত্বের বজায় রাখার সুযোগ নিলো বিআরটিএ ও পরিবহন মালিক সমিতি, যা অত্যন্ত লজ্জাষ্কর ব্যাপার।”
বিবৃতিতে আরো বলা হয়, “বিশ্ববাজারে তেলের দাম বহুআগে কমলেও দীর্ঘদিন যাবত সেই তেল দেশে চড়া দামে বিক্রি করে বেশ মুনাফা অর্জন করেছে বিপিসি। বর্তমানে দেশের রিজার্ভারগুলোতে উপচে পড়া জ্বালানি তেল মজুদের খবর এখন গোপন কিছু নয়। সরকার যদি প্রতিটি গণপরিবহনের লাগামহীন চাঁদাবাজি রোধ করার পাশাপাশি সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ গ্রহন করে তবে স্বাস্থ্যবিধি মেনেই প্রতিটি গণপরিবহনে অর্ধেক যাত্রী নিয়েও যাতায়াত সম্ভব। লঞ্চ পরিবাহনের ক্ষেত্রেও একমাত্র উপকরণ জ¦ালানি তেলের মূল্য কমানো হলে অর্ধেক যাত্রী নিয়েও লাভজনকভাবে যাতায়াত সম্ভব। কিন্তু তা না করে বরং করোনাকালীন স্বাস্থ্যঝুঁকিকে পুঁজি করে সাধারণ মানুষের অথনৈতিক পরিস্থিতির বিবেচনা না করেই কেবলমাত্র বিপিসি ও পরিবহন মালিকের মুনাফাকে গুরুত্ব দেয়া হয়েছে। যেন সুকৌশলে পরিবহন সেক্টরের চাঁদাবাজ সিন্ডিকেটের চাঁদাবাজিকে রক্ষা করা হলো। এ যেন হীরক রাজার দেশ আর সাধারণ জনগণ ক্যাবলাকান্ত বিশেষ।”
উক্ত বিবৃতিতে দেশের ছাত্র সমাজ এবং সাধারণ মানুষকে করোনাকালীন স্বাস্থ্যঝুঁকিকে পুঁজি করে গণপরিবহনে ৮০ শতাংশ ভাড়া বৃদ্ধির গৃহীত সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করার আহ্বান জানানো পাশাপাশি রেল পরিবহনে ভাড়া বৃদ্ধি না করার সিদ্ধান্তে রেল মন্ত্রণায়লের সকলকে সাধুবাদ জানায়।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual2 Ad Code