কালিঘাট ইউনিয়ন পরিষদের ১ কোটি ১৪ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, জুন ১, ২০২২

কালিঘাট ইউনিয়ন পরিষদের ১ কোটি ১৪ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০১ জুন ২০২২ : ২০২২-২৩ অর্থ বছরের ১ কোটি ১৪ লক্ষ ৫৭ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেছে শ্রীমঙ্গল উপজেলার ৮নং কালিঘাট ইউনিয়ন পরিষদ। এর ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১৩ লক্ষ ১২ হাজার টাকা।

Manual4 Ad Code

মঙ্গলবার (৩১ মে ২০২২) বিকালে ইউনিয়ন পরিষদের হল রুমে স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও বিপুল চা শ্রমিকদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের সচিব মিল্লাত আলী।
৮নং কালিঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রানেশ গোয়ালার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।
সিমাভী ও ওয়াটারএইড বাংলাদেশের আর্থিক ও কারিগরী সহায়তায় পরিচালিত আইডিয়া সংস্থার ”প্রোমোটিং ওয়াশ ফর হার্ড টু রিচ কমিউনিটিস ইনক্লুডিং টি গার্ডেন ওয়ার্কারর্স ইন বাংলাদেশ” প্রকল্পের সহযোগিতায় এই বাজেট সভার আয়োজন করা হয়। অত্র প্রকল্পটি শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট, কালিঘাট ও সাতগাও ইউনিয়নের চা বাগানে বসবাসরত চা শ্রমিকদের জন্য নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন কার্যক্রম পরিচালনা করছে।
এসময় অতিথি হিসাবে অারো উপস্থিত ছিলেন ওয়াটারএইড-এর পক্ষ থেকে প্রোগ্রাম অফিসার সুমন কুমার সাহা, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আইডিয়া’র প্রজেক্ট ম্যানেজার পঙ্কজ ঘোষ দস্তিদার, ইউপি প্যানেল চেয়ারম্যান মো: আব্দুস সাত্তার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মমিনুল ইসলাম সোহেলসহ আরও অনেকে।
উল্লেখ্য এর আগে সোমবার ৯নং সাতগাও ইউনিয়ন ও বৃহস্পতিবার ২০২২ তারিখ ৭ নং রাজঘাট ইউনিয়নে আইডিয়া সংস্থার সহায়তায় একইভাবে জন অংশগ্রহণমূলক এই উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়।
খসরা বাজেট ঘোষণার পর উম্মুক্ত আলোচনা পর্বে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। উন্মুক্ত আলোচনায় উপস্থিত ব্যক্তিদের মধ্য থেকে বক্তব্য দেন কৃষ্ণা তাতী, রুপালী ফুলমালী, সরলা তাতী, লাখাইছড়া চা বাগানের পঞ্চায়েত সেক্রেটারী অরুন মাহালী, ব্রের্কিং দ্যা সাইলেন্স-এর অফিস ইনচার্জ চাদনী রায়, কালীঘাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রামদয়াল গোয়ালা, ৪,৫,৬ নং ওয়ার্ডের সদস্য মিতু রায় প্রমুখ।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ