ঢাকা-জলপাইগুড়ি মিতালী এক্সপ্রেস ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, জুন ১, ২০২২

ঢাকা-জলপাইগুড়ি মিতালী এক্সপ্রেস ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু

Manual7 Ad Code

নয়াদিল্লী (ভারত), ০১ জুন ২০২২ : ভারত-বাংলাদেশ তৃতীয় ট্রেন সার্ভিস ‘মিতালী এক্সপ্রেস’ আজ পশ্চিম বঙ্গের নিউ জলপাইগুড়ি এবং বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনের মধ্যে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।
বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যৌথভাবে এখানে ভারতীয় রেল মন্ত্রণালয়ের সদর দফতর থেকে ভার্চুয়ালি ‘মিতালী এক্সপ্রেস’ পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান এবং উভয় দেশের রেল মন্ত্রনালয়ের সিনিয়র কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, নিউ জলপাইগুড়ি এবং ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে ৫১৩ কিলোমিটার ভ্রমণে সময় লাগবে ৯ ঘন্টা। একটি ডিজেল ইঞ্জিন ট্রেনটি পরিচালনা করবে, এতে ৪টি শীততাপ নিয়ন্ত্রিত কেবিন কোচ এবং ৪টি শীততাপ নিয়ন্ত্রিত চেয়ার কোচ থাকবে।
ফিরতি যাত্রায় ঢাকা ক্যান্টনমেন্ট-নিউ জলপাইগুড়ি মিতালী এক্সপ্রেস সপ্তাহে দু’দিন সোমবার ও বৃহস্পতিবার বাংলাদেশ সময় ২১:৫০টায় ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ছেড়ে যাবে।
অপর দু’টি ইন্দো-বাংলাদেশ যাত্রীবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেস কোভিড-১৯ বিধিনিষেধের কারণে চলাচল ব্যাহত হয়। ট্রেন দু’টি ২৯ মে থেকে চলাচল শুরু করেছে।
১৯৪৭ সালে ব্রিটিশ ভারত বিভাগের পর প্রথম দু’দেশের মধ্যে ২০০৮ সালে মৈত্রী এক্সপ্রেস চালু হয়, এই বছরেই পরে বন্ধন এক্সপ্রেস চলাচল শুরু করে।

এ সংক্রান্ত আরও সংবাদ