কথাসাহিত্য কেন্দ্রের গল্প পাঠ আড্ডা

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, জুন ৪, ২০২২

কথাসাহিত্য কেন্দ্রের গল্প পাঠ আড্ডা

Manual2 Ad Code

ঢাকা, ০৪ জুন ২০২২ : কথাসাহিত্য কেন্দ্রের উদ্যোগে শনিবার সকালে পল্টন টাওয়ারস্থ ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর পাঠাগারে গল্পপাঠ ও মনোজ্ঞ আড্ডা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন প্রখ্যাত কথাসাহিত্যিক ইউসুফ শরীফ।
উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক রুহুল আমিন বাচ্চু, রবীন্দ্র গবেষক- কথাসাহিত্যিক ড. মুহাম্মদ জমির হোসেন, গল্পকার রানা জামান, কবি-গল্পকার শাফাত শফিক, কবি-গল্পকার কামরুল আলম সিদ্দিকী, গল্পকার-কবি রুহুল গনি জ্যোতি, কবি-প্রাবন্ধিক মুহাম্মদ আবদুল বাতেন, কবি-ছড়াকার এম আর মনজু, কবি-ছড়াকার সাঈদ আহমদ খান, কবি-গল্পকার জুনান নাশিত, কথাশিল্পী মাহমুদা আকতার, গল্পকার মাহফুজা আক্তার এবং রাজিবুল আনাম।

Manual4 Ad Code

অনুষ্ঠানে স্বরচিত ছোটগল্প পাঠ করেন রুহুল আমিন বাচ্চু, ড. মুহাম্মদ জমির হোসেন, রুহুল গনি জ্যোতি, জুনান নাশিত, মাহমুদা আকতার এবং স্মৃতিকথা থেকে পাঠ করে শোনান এম আর মনজু।
এছাড়া, মাহফুজা আক্তার ইংরেজিতে রচিত তার গল্প থেকে পাঠ করেন। পরবর্তীতে উপস্থিত সাহিত্যিকগণ পঠিত গল্প নিয়ে আলোচনা করেন।

Manual6 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual8 Ad Code