কমরেড বিধান চন্দ্র রায়ের মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

প্রকাশিত: ৯:১৪ পূর্বাহ্ণ, জুন ৯, ২০২২

কমরেড বিধান চন্দ্র রায়ের মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ০৯ জুন ২০২২ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি আশির দশকের সামরিক স্বৈরাচার বিরোধী ছাত্রনেতা ও গণতান্ত্রিক ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক সদস্য কমরেড বিধান চন্দ্র রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
কমরেড বিধান চন্দ্র রায় ৮ জুন ২০২২ স্থানীয় সময় সকাল ১১টায় পূর্ব লন্ডনের নিউহ্যাম ইউনিভার্সিটি হসপিটালে মৃত্যুবরণ করেন। মাসাধিককাল তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন বিধান স্বৈরশাসক এরশাদের সামরিক শাসন বিরোধী আন্দোলনের রাজপথের একজন লড়াকু যোদ্ধা ছিলেন। তার অবদান ছাত্র সমাজসহ দেশবাসী মনে রাখবে। নেতৃবৃন্দ তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তুখোড় ছাত্রনেতা, আশির দশকের সামরিক স্বৈরাচার বিরোধী ছাত্রনেতা ও গণতান্ত্রিক ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক সদস্য কমরেড বিধান চন্দ্র রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তাঁরই ঘনিষ্ঠ সহযোদ্ধা, ‘৯০-এর গণঅভ্যুত্থানের সংগঠক, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ