সমাজসেবায় অবদানের জন্য বঙ্গবীর ওসমানী স্মৃতি সম্মাননা পেলেন সাবেক চেয়ারম্যান আফজল হক

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, জুন ১৮, ২০২২

সমাজসেবায় অবদানের জন্য বঙ্গবীর ওসমানী স্মৃতি সম্মাননা পেলেন সাবেক চেয়ারম্যান আফজল হক

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৮ জুন ২০২২ : সমাজসেবায় বিশেষ অবদানের জন্য বঙ্গবীর জেনারেল ওসমানী স্মৃতি সম্মাননা ২০২২ পেয়েছেন শ্রীমঙ্গল উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি ও ৩নং সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফজল হক।
আজ শনিবার (১৮ জুন ২০২২) বিকাল ৫ ঘটিকায় ঢাকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয় ব্যক্তিত্ব স্মৃতি পরিষদের উদ্যোগে “উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
উক্ত আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ধর্ম ও পানিসম্পদ মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঅাইডির এডিশনাল এসপি শাহজাহান শেখ, মনোহরদী সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম ফারুক, মুক্তিযোদ্ধা কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সরকার ও মোছাঃ জান্নাতুল শাকা।
সভাপতিত্ব করেন সার্ক কালচারাল ফোরামের সভাপতি এটিএম মমতাজুল করিম।

উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফজল হক এক প্রতিক্রিয়ায় সমাজসেবায় বিশেষ অবদানের জন্য এ সম্মাননা প্রাপ্তিতে সমগ্র উপজেলাবাসী ও শ্রীমঙ্গল উপজেলা কৃষকলীগের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ