সিলেট ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৭ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০২২
সংবাদদাতা | বোলপুর, পশ্চিমবঙ্গ (ভারত), ২৬ জুন ২০২২ : বিশ্বভারতীর মুকুটে ফের নতুন পালক জুড়ল। এবারও শিরোনামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন। এবার সর্বভারতীয় দু’টি পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে তাক লাগালেন শিক্ষাভবনের ফিজিক্স বিভাগের ছাত্র আলাপন দাস। এরপর তিনি ভারতের অন্যতম সেরা বিজ্ঞান গবেষণা কেন্দ্র মুম্বইয়ের টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চে ইন্টিগ্রেটেড পিএইচডি করবেন বলে জানিয়েছেন। তাঁর এই সাফল্যে খুশির হাওয়া শিক্ষাভবন ও বিশ্বভারতীর ক্যাম্পাসে।
বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, এবছর সর্বভারতীয় স্তরে ১৭ ফেব্রুয়ারি জয়েন্ট এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট (জেস্ট) ও ১৩ মার্চ জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স (জ্যাম) পরীক্ষা হয়। আর সেখানেই কামাল আলাপনের। তিনি জ্যাম পরীক্ষায় প্রথম ও জেস্টে দ্বিতীয় স্থান অধিকার করেন। দেশের প্রায় ১২ হাজার পড়ুয়া এই দু’টি পরীক্ষায় অংশগ্রহণ করেন। আলাপনের এই কৃতিত্বে অত্যন্ত আনন্দিত বিশ্বভারতীর পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপকরা।
সিউড়ির রবীন্দ্রপল্লির বাসিন্দা আলাপন। তাঁর বাবা সত্যব্রত দাস পুরন্দরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। ছোট থেকেই আলাপন বীরভূম জিলা স্কুলের মেধাবী ছাত্র। মাধ্যমিকে ৯২.৫ ও উচ্চ মাধ্যমিকে ৯৪ শতাংশ নম্বর পেয়ে তিনি বিশ্বভারতীর শিক্ষাভবনের ফিজিক্স অনার্সে ভর্তি হন। করোনার সময় অনলাইন মাধ্যমে পড়াশোনা করলেও বিশ্বভারতীর অধ্যাপকরা কোনও কিছুতেই খামতি রাখেননি। যখন যা কিছু প্রয়োজন হয়েছে তাঁরা নিরলসভাবে আলাপনকে সাহায্য করেছেন। সেজন্য এই কৃতিত্বের পিছনে স্কুলের পাশাপাশি পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপকদের অবদানের কথা জানাতে ভোলেননি তিনি।
আলাপন বলেন, ছোট থেকেই অঙ্ক ও ফিজিক্সের জটিল সমস্যা সমাধান করতে ভালো লাগত। অবসরে ইউটিউবে বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের লেকচারের ভিডিও দেখেও অনেককিছু শিখেছি। ভবিষ্যতে কসমোলজি, ম্যাথমেটিক্যাল ফিজিক্স ও স্ট্রিং থিওরি নিয়ে পড়াশোনা করে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন রয়েছে। তাই মুম্বইয়ের টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চকেই বেছে নিয়েছি। বর্তমানে বিশ্বভারতীতে তাঁর স্নাতক স্তরের শেষ সেমিস্টারের পরীক্ষা চলছে। এরপরেই আগস্টে মুম্বইয়ে নিজের স্বপ্নের উড়ানে পাড়ি দেবেন আলাপন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D