কোভিড-১৯ প্রতিরোধে শ্রীমঙ্গলে এমসিডা’র মতবিনিময় সভা

প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, জুন ৩০, ২০২২

কোভিড-১৯ প্রতিরোধে শ্রীমঙ্গলে এমসিডা’র মতবিনিময় সভা

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ৩০ জুন ২০২২ : কোভিড-১৯ প্রতিরোধমুলক কার্যক্রমে সম্পৃক্ত করার জন্য কমিউনিটি লিডারদের মধ্যে সংবেদনশীলতা সৃষ্টির লক্ষ্যে শ্রীমঙ্গলে মাল্টিপারপাস সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট এসোসিয়েশনের (এমসিডা)-এর উদ্যোগে মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ জুন ২০২২) সকাল ১১টায় দি হাঙ্গার প্রজেক্ট, ইউনিসেফ ও এডাবের আর্থিক সহযোগিতায় এমসিডা’র হলরুমে কোভিড-১৯ প্রতিরোধ: ঝুঁকি নিরুপন যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা-বার্তা যোগাযোগ জোরদারকরন প্রকল্প শীর্ষক এই সভা অনু্ষ্ঠিত হয়।

এমসিডা’র প্রধান নির্বাহী মো. তহিরুল ইসলাম মিলনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান; এডাব’র রোকসানারা আক্তার, সুপ্রভাত উন্নয়ন সংস্হার নির্বাহী পরিচালক মোহন চন্দ্র দেব, চা শ্রমিক নেতা পরিমল সিং বাড়াইক, দেওয়ান শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রহিমা বেগম, খতিব মাওলানা ফজলুর রহমান, বিষামনি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: শাহ অালম, কালীঘাট ইউনিয়ন পরিষদের মেম্বার ইদ্রিস অালী, স্বাস্থ্যকর্মী রুমি অাক্তার ও শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার মালেকা বেগম প্রমুখ।

Manual7 Ad Code

Manual3 Ad Code

সভায় শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, ইয়থ লিডার, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহন করেন।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual5 Ad Code