২৪ জুলাই শুরু হচ্ছে জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২২

২৪ জুলাই শুরু হচ্ছে জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ

Manual7 Ad Code

ঢাকা, ১৬ জুলাই ২০২২ : আগামী ২৪ জুলাই শুরু হচ্ছে ৩৭তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ।
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় ২৪-২৮ জুলাই শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে পুরুষ ও মহিলা বিভাগের এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
পাঁচ দিনব্যাপী এ জাতীয় চ্যাম্পিয়নশীপে দেশের বিভিন্ন জেলা, বিভাগ,বাহিনী শিক্ষাবোর্ড/ বিশ্ববিদ্যালয় থেকে ৭০টি দলের চার শতাধিক খেলোয়ার অংশগ্রহণ করবেন।
টুর্নামেন্ট উপলক্ষ্যে আজ শনিবার (১৬ জুলাই ২০২২) সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সম্মেলনকক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ফেডারেশন সভাপতি, তথ্য কমিশনার ড.আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাবেক সাধারন সম্পাদক আমির হোসেন বাহার, সাধারন সম্পাদক মোঃ শাহ আলম সরদার, সাবেক সদস্য কামরুন্নেছা আশরাফ দিনা, সদস্য সৈয়দা তসলিমা আক্তার, নিয়াজুল হাসান খান, দুলাল হোসেন এবং বিভিন্ন জেলা ও বিভাগীয় পর্যায়ের সংগঠক, আম্পায়ার এবং জাতীয় পর্যায়ের কোচবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় টুর্নামেন্ট সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে টুর্নামেন্ট কমিটি ও বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual4 Ad Code