স্বপ্ন দেখি একজন সফল উদ্যোক্তা হওয়ার

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২২

স্বপ্ন দেখি একজন সফল উদ্যোক্তা হওয়ার

Manual8 Ad Code

নুসরাত সুলতানা রেখা |

ইঞ্জিনিয়ার হয়ে মানব-সম্পদ ও প্রশাসনিক কর্মকর্তা। পাশাপাশি স্বপ্ন দেখি একজন সফল উদ্যোক্তা হওয়ার।
আমি মনে করি প্রবল ইচ্ছে শক্তি, দৃঢ় মনোবল এবং সঠিক পথে কঠোর পরিশ্রমই মানুষকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যায়।

চাকরি করছি জাপান বেসড মাল্টিন্যাশনাল কোম্পানীতে মানব সম্পদ ও প্রশাসন বিভাগে। পাশাপাশি কাজ করছি বাচ্চাদের কাষ্টমাইজ পোশাক, এবং ম্যাচিং ফ্যামিলি আউটফিট নিয়ে।
নরসিংদীর, মনোহরদীর মেয়ে। সেখানেই বেড়ে উঠা।


আমার উদ্যোগের নাম, Beticrome Avenue-(ব্যতিক্রম এভিনিউ)

আমার বেবি ড্রেসের বিশেষত্ব:
– দেশীয় কাপড়ের ছোয়া।
– আরামদায়ক এবং ফ্যাশনের সমন্বয়।
– ডিজাইন এবং কালার কাষ্টমাইজ সুবিধা।
– সাধ ও সাধ্যের সমন্বয়।
– কোয়ালিটির নিশ্চয়তা।


সবার থেকে আলাদা, ভিন্ন কিছু করার লক্ষ্যে আমার ব্যতিক্রম এভিনিউ এগিয়ে চলছে।

Manual4 Ad Code

আমি চ্যালেঞ্জ নিয়ে টিকে থাকতে পছন্দ করি।
সহজ কাজ তো সবাই পারে, তাই আমি বরাবরই চ্যালেঞ্জিং কাজ বেছে নেই।
আমি এখন যে জব টা করছি সেটাও আমার কাছে চ্যালেঞ্জিং ছিলো আজ থেকে ৬ বছর আগে।
আমি টেলিভিশন মিডিয়ায় জব করতাম ইঞ্জিনিয়ার হিসেবে কিন্তু সম্পূর্ণ ভিন্ন ট্র‍্যাক ও ভিন্ন পরিবেশে বর্তমানে সাফল্যের সাথে কাজ করছি জাপানিজ একটা কোম্পানিতে। যেখানে প্রতিটি সেকেন্ডের কাজের ও সময়ের হিসাব দিতে হয়। সেখানে সম্পূর্ণ নতুন ফিল্ডে নিজের অবস্থান তৈরি করা সহজ ছিলো না।
কিন্তু আমি মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম যে আমি পারবোই। ভিতরের প্রবল ইচ্ছেও তাই। অামার সাহসিকতা দেখে জাপানিজ বসও আমাকে অনেক সহায়তা করেছেন।

বর্তমানে আমি চাকরি, সংসার ও আমার উদ্যোগ একসাথে সমানতালে এগিয়ে নিয়ে যাচ্ছি।
আসলে প্রতিটি কাজই আপনাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে, তাহলেই আপনি এগুতে পারবেন সফল হবেন।

মানুষের অসাধ্য কিছুই নয়। প্রবল ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমই পারে মানুষকে তার স্বপ্নের দ্বারগোড়ায় পৌছে দিতে।

তবে হ্যা পারিপার্শ্বিক আরও কিছু বিষয় থাকে, যেমন পারিবারিক সাপোর্টটাও অনেক বেশি সহায়তা করে।
আমার হাসবেন্ড আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে আমার এগিয়ে চলার পথে।

Manual5 Ad Code

ডিপ্লোমা কমপ্লিট হওয়ার পর আমি সংসার জীবনে পদার্পণ করি।
পুরো বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি চাকরি, সংসার ও বাচ্চা সামলিয়ে।

Manual4 Ad Code

প্রতিটি মুহূর্তে আমি পাশে পেয়েছি আমার মা-বাবা, ভাইবোনসহ সবাইকে।

আর উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছি উই-এর মতো প্ল্যাটফর্ম পাওয়ার পর থেকে। যেখানে হাজারো নারীর সফলতার গল্প রয়েছে।
সবচেয়ে বেশি অনুপ্রাণিত হই উই-এর প্রেসিডেন্ট, স্বপ্নবাজ নিশা আপুকে দেখে। তাঁর কাছ থেকে শিখেছি কিভাবে স্বপ্ন দেখতে হয়, কিভাবে স্বপ্ন পূরণের পথে হাটতে হয়।

আমার অনেক বড় আরও একটা স্বপ্ন আছে, জানিনা সেই স্বপ্ন পূরণ হবে কিনা।
আমি আমার চারপাশে যতটুকু দেখেছি বয়স্ক মানুষেরা সবচেয়ে বেশি অসহায়। পুত্র-কন্যা থাকা স্বত্ত্বেও বড় অসহায় ও অবহেলিত এই মানুষগুলো। আমার ইচ্ছে আমি অসহায় বয়স্ক মানুষদের জন্য কিছু করতে চাই।
আমি যদি ১০ জনের মুখেও হাসি ফুটাতে পারি, তাহলে মানসিক শান্তি পাবো।
আমার চাকরি এবং উদ্যোগ- এ দুটোকে মিলিয়েই টাকা জমিয়ে প্রথমে অল্প অল্প করে সহযোগিতা করবো।
তারপর উদ্যোগ যখন বড় হবে, তখন ছোট করে হলেও বৃদ্ধাশ্রম তৈরি করার ইচ্ছে আছে।

যখনই হতাশায় ভেঙে পড়ব, তখনই অনেক বড় একটা নিশ্বাস নিয়ে বলব: ‘আমি পারবো, আমাকে পারতেই হবে।’

Manual3 Ad Code

#

প্রকৌশলী নুসরাত সুলতানা রেখা
বিএসসি ইঞ্জিনিয়ার (ট্রিপল ই)

Admin & Customer Relation Officer

NICCA CHEMICAL CO.,LTD.
Dhaka Liaison Office
Suvastu Suraiya Trade Center 3A (3rd Floor),
57 Kamal Ataturk Avenue, Block-B
Banani, Dhaka-1213, BANGLADESH
Tel: +88-02-55033391

E-mail: nusrat.rakha.niccabd@gmail.com
Cell: +88-01918946446, +88-01319791185

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual6 Ad Code