মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিবের মৃত্যুতে ড. আব্দুস শহীদ এমপি ও সৈয়দ অামিরুজ্জামানের শোক প্রকাশ

প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ণ, জুন ১০, ২০২০

মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিবের মৃত্যুতে ড. আব্দুস শহীদ এমপি ও সৈয়দ অামিরুজ্জামানের শোক প্রকাশ

শ্রীমঙ্গল, ১০ জুন ২০২০ : শ্রীমঙ্গলের কালিঘাট রোডস্থ নিপা ফার্মেসীর মালিক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসাপাতালে ইন্তেকাল করিয়াছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিবের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।
উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
নিপা ফার্মেসীর মালিক ও বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।

বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক তাপস কুমার ঘোষ, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেওয়ান মাসুকুর রহমান ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন এবং শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি শেখ জুয়েল রানা ও সাধারণ সম্পাদক মো. রোহেল অাহমদ।

এ সংক্রান্ত আরও সংবাদ