অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ড. আব্দুস শহীদ এমপি করোনায় আক্রান্ত

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০

অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ড. আব্দুস শহীদ এমপি করোনায় আক্রান্ত

Manual5 Ad Code

শেখ জুয়েল রানা, শ্রীমঙ্গল, ১৬ জুন ২০২০ : মৌলভীবাজার জেলা অাওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক চিফ হুইপ, সরকারি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি রয়েছেন বলে তার ব্যক্তিগত সহকারী আহাদ মো. সাঈদ হায়দার বিষয়টি নিশ্চিত করেন।

Manual3 Ad Code

১৬ জুন মঙ্গলবার সন্ধ্যায় সাঈদ হায়দার জানান, কিছুক্ষণ আগে নমুনা পরীক্ষার ফল পেয়েছি। রিপোর্ট পজিটিভ এসেছে। তার শ্বাসকষ্ট নেই, তবে জ্বর ও কাশি রয়েছে বলে তিনি জানান। সাঈদ জানান উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ।

Manual8 Ad Code

উপাধ্যক্ষ শহীদকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে উল্লেখ করে ব্যক্তিগত সহকারী বলেন, ‘গ্যাস্ট্রোলিভার হাসপাতালের চিকিৎসকরা পরামর্শ দিলে আমরা তাকে সিএমএইচে স্থানান্তর করবো।’

উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি করোনা উপসর্গ নিয়ে গত রবিবার (১৪ জুন) গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি হন। রবিবার উপাধ্যক্ষ শহীদের সংসদ অধিবেশনে যোগ দেওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি যোগ দিতে পারেন নি।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual6 Ad Code