কিংবদন্তি সাংবাদিক কামাল লোহানী আর নেই: সৈয়দ অামিরুজ্জামানের শোক প্রকাশ

প্রকাশিত: ৫:৪৫ পূর্বাহ্ণ, জুন ২০, ২০২০

কিংবদন্তি সাংবাদিক কামাল লোহানী আর নেই: সৈয়দ অামিরুজ্জামানের শোক প্রকাশ

ঢাকা, ২০ জুন ২০২০ : প্রথিতযশা সাংবাদিক, রাজনীতি ও বিভিন্ন সাংস্কৃতিক আন্দোলনের সংগঠক কামাল লোহানী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার (২০ জুন) সকালে পান্থপথে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কামাল লোহানীর ছেলে সাগর লোহানী অারপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রথিতযশা সাংবাদিক, রাজনীতি ও বিভিন্ন সাংস্কৃতিক আন্দোলনের সংগঠক কামাল লোহানীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।

প্রথিতযশা সাংবাদিক, রাজনীতি ও বিভিন্ন সাংস্কৃতিক আন্দোলনের সংগঠক কামাল লোহানীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।

প্রথিতযশা সাংবাদিক, রাজনীতি ও বিভিন্ন সাংস্কৃতিক আন্দোলনের সংগঠক কামাল লোহানীর মৃত্যুতে অারও শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক তাপস কুমার ঘোষ, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেওয়ান মাসুকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন এবং শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি শেখ জুয়েল রানা ও সাধারণ সম্পাদক মো. রোহেল অাহমদ।

এ সংক্রান্ত আরও সংবাদ