সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৭ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০২০
শেখ জুয়েল রানা, শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৩ জুন ২০২০ : শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৯ শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি বাবদ ২৫ হাজার টাকা করে মোট ৪ লক্ষ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে ২০১৯-২০ অর্থ বছরে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচীর আওতায় (পার্বত্য চট্টগ্রাম ব্যতিত) এই শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়।
২৩জুন মঙ্গলবার সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রদত্ত এই সুবিধার আওতায় এ বছর শ্রীমঙ্গল উপজেলাতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিশ্ববিদ্যালয়ে পড়ুৃয়া শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তির টাকা প্রদান করা হয়।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D