রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহীতে ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০

রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহীতে ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ

Manual1 Ad Code

রাজশাহী, ০১ জুলাই ২০২০: ‘পাটকল বন্ধ নয়-শ্রমিক ছাঁটাই নয়,’ ‘রাষ্ট্রায়ত্ত পাটকল ‘পিপিপি’ নয়, ‘আধুনিক যন্ত্রপাতি দ্বারা উন্নয়ন কর, দুর্নীতি-লুটপাট বন্ধ কর’-এসব স্লোগানে রাষ্ট্রায়ত্ত পাটকল রক্ষায় রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় শ্রমিক ফেডারেশন।

আজ বুধবার বেলা ১১টায় মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে সংগঠনের জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

বিক্ষোভ সমাবেশে বক্তারা মুজিববর্ষে রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের এমন সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানান। শ্রমিকদের কথা বিবেচনা করে অবিলম্বে কারখানা চালু রাখার দাবি জানানো হয় বিক্ষোভ সমাবেশ থেকে।

Manual4 Ad Code

এতে উপস্থিত ছিলেন মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, ছাত্রমৈত্রীর মহানগর সভাপতি জুয়েল খান, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট ফেরদৌস জামান টুটুল, যুবমৈত্রীর সভাপতি নগর সভাপতি মনিরুজ্জামান মনিসহ অনেকে।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual5 Ad Code