ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তার

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৪

ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তার

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৫ নভেম্বর ২০২৪ : সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে ডিবি।

আজ সোমবার (২৫ নভেম্বর ২০২৪) বিকেলে শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

Manual2 Ad Code

ঢাকা মহানগর ডিবি পুলিশ প্রধান রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Manual8 Ad Code

পরে বিস্তারিত জানানো হবে।
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ।

Manual6 Ad Code

সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুরসহ বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের ৮ দফা দাবি নিয়ে কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। তিনি ইসকনের সাবেক নেতা।

ইসকনের কার্যনির্বাহী কমিটির এক সদস্য নাম প্রকাশ না করা শর্তে বলেন, ‘শুনেছি চিন্ময় কৃষ্ণ দাসকে বিমানবন্দর থেকে তুলে নেওয়া হয়েছে। তবে কারা নিয়েছে সে বিষয়ে আমরা স্পষ্ট না।’

Manual1 Ad Code

তিনি আরো বলেন, চিন্ময় কৃষ্ণ দাসকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে গত জুলাইয়ে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual6 Ad Code