শ্রীমঙ্গলে গারোদের সর্বাপেক্ষা বৃহৎ উৎসব ওয়ানগালা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৪

শ্রীমঙ্গলে গারোদের সর্বাপেক্ষা বৃহৎ উৎসব ওয়ানগালা অনুষ্ঠিত

Manual8 Ad Code

মো. আফজল হোসেইন, বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০১ ডিসেম্বর ২০২৪ : দেশের ক্ষুদ্র জাতিসত্তা গারোদের সর্বাপেক্ষা বৃহৎ উৎসব ‘ওয়ানগালা’ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০১ ডিসেম্বর ২০২৪) শ্রীমঙ্গল উপজেলার কালাপুর গারো লাইনে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে গারোদের ওয়ানগালা উৎসব উদযাপন করা হয়।

Manual1 Ad Code

অভিবাসনকারী বিভিন্ন নৃ-গোষ্ঠীর মধ্যে গারো উল্লেখযোগ্য। এই অঞ্চলের গভীর অরণ্য সংলগ্ন জনপদে পাহাড়ের টিলায় ঐতিহাসিক কাল থেকেই বসবাস করে আসছে গারোরা। গারো উপজাতিরা মনোভাবের দিক থেকে সহজ সরলও হয়।

Manual7 Ad Code

কার্তিক-অগ্রাহায়ণ গারোদের সর্বাপেক্ষা বৃহৎ যে উৎসব হয় তার নাম ‘ওয়ানগালা’। ওয়ানগালাকে একটি ধন্যবাদের উৎসব বলা হয়। পাহাড়ে অরণ্যে অতি কষ্টে যে সকল ফসল ফলায় গারো পাহাড়ি, তার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানানো জরুরি বলে মনে করেন তারা।

Manual4 Ad Code

ওয়ানগালা উদযাপন কমিটির আহবায়ক পার্থ হাজং এর সঞ্চালনায় ও ক্যাথলিক মিশনের প্রধান পুরোহিত ফাদার ড. জেমস শ্যামল গোমেজের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন।

অনুষ্ঠানে নৃত্য ও তাদের নিজস্ব ভাষায় সংগীত পরিবেশন করা হয়। তাছাড়া এই উৎসবের এদের জীবনধারা, সংস্কৃতি ও আচার-আচরণ বিভিন্ন কর্মকাণ্ড
তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নিবাহী অফিসার মো. ইসলাম উদ্দিন বলেন, গারোদের ওয়ানগালা উৎসব উপভোগ করে আমি খুবই আনন্দিত। সরকারি দৃষ্টিভঙ্গি ও অনুভব ছিল যে, জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের উন্নয়ন করতে হলে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র সাংস্কৃতিক ঐতিহ্যগুলোরও পৃষ্ঠপোষকতা, এর চর্চা ও উন্নয়ন প্রয়োজন।
এদেশের প্রতিটি আদিবাসী নৃ-গোষ্ঠীর রয়েছে নিজস্ব ভাষা, সামাজিক কাঠামো, ধর্মীয় বিশ্বাস, পোষাক -পরিচ্ছদ, অলঙ্কার-গহনা, রীতিনীতি তথা সাংস্কৃতিক ঐতিহ্য। বিভিন্ন কারণে আদিবাসীদের এই মূল্যবান ও বর্ণিল সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। আদিবাসী সংস্কৃতি রক্ষার প্রয়াস সরকারিভাবে শুরু হয়েছে বেশ আগে থেকেই। সরকারি উদ্যোগে দেশের বিভিন্ন অঞ্চলে উপজাতিদের সাহিত্য সংস্কৃতি এবং বিভিন্ন ব্যবহার্য সামগ্রী সংরক্ষণে ভূমিকা পালন করে আসছে।

Manual4 Ad Code

এছাড়াও ওয়ানগালা উৎসবে উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য প্রীতম দাশ, ডিনস্টন ডিভিশন উপ-মহাব্যবস্থাপক হুমায়ুন কবির মজুমদার, মাজদিহি চা বাগানের চাতালি ডিভিশন ব্যবস্থাপক মো.শাহরিয়ার পারভেজ, হরিণছড়া চা বাগানের ব্যবস্থাপক বিকাশ সিনহাসহ আগত অতিথিবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual8 Ad Code