অর্ধ শতাধিক সংগঠনকে সম্মাননা প্রদান করেছে শ্রীমঙ্গলের হাজী সেলিম ফাউন্ডেশন

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, মে ২, ২০২৫

অর্ধ শতাধিক সংগঠনকে সম্মাননা প্রদান করেছে শ্রীমঙ্গলের হাজী সেলিম ফাউন্ডেশন

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০২ মে ২০২৫ : অর্ধ শতাধিক সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করেছে শ্রীমঙ্গলের হাজী সেলিম ফাউন্ডেশন।

Manual4 Ad Code

হাজী সেলিম ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শুক্রবার (২ মে ২০২৫) সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও বাজারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাস থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাজী সেলিম আহমেদ।

Manual4 Ad Code

ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি হাজী দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী, মুসলিমীন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা এম এ রহিম নোমানী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও কলামিস্ট এহসান বিন মোজাহির, দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের কার্যকরী সভাপতি শামীম আক্তার হোসেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি ফারুক খান, মাদার তেরেসা ফ্রি ফ্রাইডে ক্লিনিকের সভাপতি মো. একরামুল কবির প্রমুখ।

Manual7 Ad Code

অনুষ্ঠানে সামাজিক ও মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ৫৫টি সংগঠনকে হাজী সেলিম ফাউন্ডেশনের পক্ষ থেকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রসঙ্গত, মানবতার কল্যাণের অঙ্গীকার নিয়ে ২০১৯ সালে ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন কাতার প্রবাসী আল সারকি গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান হাজী সেলিম আহমেদ। প্রতিষ্ঠার পর থেকে আর্থ মানবতার সেবায় এ সংগঠনটি নানা ধরণের কার্যক্রম পরিচালনা করে আসছে। এ সংগঠন ছাড়াও তিনি হাজী সেলিম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাসহ বিভিন্ন শিক্ষা ও ব্যবসায় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং একজন শিল্প উদ্যোক্তা।

Manual1 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual6 Ad Code