চায়ের মূল্য বৃদ্ধি পেলে রেশিও অনুযায়ী শ্রমিকদের মজুরীও বৃদ্ধি পাবে: শ্রম উপদেষ্টা

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, মে ১৭, ২০২৫

চায়ের মূল্য বৃদ্ধি পেলে রেশিও অনুযায়ী শ্রমিকদের মজুরীও বৃদ্ধি পাবে: শ্রম উপদেষ্টা

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৭ মে ২০২৫ : যখন চায়ের মূল্য বৃদ্ধি পাবে তখন রেশিও অনুযায়ী শ্রমিকদের মজুরী বৃদ্ধি পাবে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিক নেতৃবৃন্দদের সাথে মতবিনিময়কালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন এ কথা বলেন। এসময় চা শ্রমিকরা তাদের মজুরী, চিকিৎসা, বিশুদ্ধ পানি ও সেনিটেশন সমস্যার কথা তুলে ধরেন।

মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শ্রম উপদেষ্টা বলেন, নিলামে চায়ের মূল্য বৃদ্ধির জন্য চা বোর্ডের সাথে কথা বলে চেষ্টা করবেন। যখন চায়ের মূল্য বৃদ্ধি পাবে তখন রেশিও অনুযায়ী শ্রমিকদের মজুরী বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, সরকার চা শ্রমিকদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে এবং এসব দাবির বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হবে।

Manual1 Ad Code

সভায় শ্রমিক নেতৃবৃন্দ তাঁদের বর্তমান মজুরি কাঠামো, চিকিৎসা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সমস্যাসহ নানা দাবিদাওয়া তুলে ধরেন।

Manual2 Ad Code

শনিবার (১৭ মে ২০২৫) দুপুরে শ্রম দপ্তরের আয়োজনে মৌলভীবাজারে শ্রীমঙ্গল শ্রম দপ্তরের হল রুমে অনুষ্ঠিত এ সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ইসরাইল হোসেন, মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, বিভাগীয় শ্রম দপ্তরের উপ পরিচালক মহব্বত হোসাইন, বিভাগীয় শ্রম দপ্তরের ঢাকার উপপরিচালক নাহিদুল ইসলাম, শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী অফিসার ইসলাম উদ্দিন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা তপন দত্ত, সহ সভাপতি পংকজ এ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, জুড়ি ভ্যালীর সহসভাপতি শ্রীমতি বাউড়ি, বাংলাদেশ চা শ্রমিক আদিবাসী ফোরামের সভাপতি পরিমল সিং বাড়াইক, চা শ্রমিক নারী নেত্রী গীতা রানী কানু প্রমুখ।

Manual1 Ad Code

এর আগে উপদেষ্টা শ্রম দপ্তর প্রাঙ্গনে বৃক্ষের চারা রোপন করেন। সভায় চা শিল্পের ভবিষ্যৎ, শ্রমিকদের অধিকার ও যৌক্তিক মজুরি কাঠামোসহ সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বারোপ করা হয়।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual8 Ad Code