হাজারো তরুণ উচ্চশিক্ষা সম্পন্ন করেও বেকার বসে আছেন, এর কারণ কী?

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৫

হাজারো তরুণ উচ্চশিক্ষা সম্পন্ন করেও বেকার বসে আছেন, এর কারণ কী?

Manual4 Ad Code

সাজিয়া তন্বী |

Invest in skills, not just degrees.

সার্টিফিকেট হয়তো আপনাকে একটি চাকরি এনে দিতে পারে, কিন্তু আপনার আসল মূল্য তৈরি করে দেয় আপনার দক্ষতা।

বর্তমান সময়ে হাজারো তরুণ উচ্চশিক্ষা সম্পন্ন করেও বেকার বসে আছেন। এর কারণ কী?

Manual3 Ad Code

তাদের হয়তো ডিগ্রি আছে, কিন্তু কাজের বাস্তব দক্ষতা, সমস্যা সমাধানের যোগ্যতা কিংবা যোগাযোগ দক্ষতা অনেক সময়ই নেই।

একজন ডিগ্রিধারী প্রোগ্রামার ৪ বছর পরে যদি কোড লিখতেই না পারে, সে কী কাজে আসবে?

Manual8 Ad Code

অন্যদিকে, একজন কলেজ পাশ না করা তরুণ, যদি অনলাইনে কোডিং শিখে ফ্রিল্যান্সিং করে — ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারে, রেজাল্ট দিতে পারে — তার দাম বাজারে অনেক বেশি।

একটি প্রতিষ্ঠানে চাকরি করতে গেলে, কেবল সার্টিফিকেট নয়

আপনার থেকে যা চাওয়া হয়, তা হলো:

Manual2 Ad Code

✅ আপনি কাজটা কতটা দক্ষভাবে করতে পারেন।
✅ আপনি চাপ সামলাতে পারেন কিনা।
✅ আপনি আপনার আইডিয়াকে পরিষ্কারভাবে বোঝাতে পারেন কিনা।
✅ আপনি শিখতে আগ্রহী কি না।

এজন‍্যই বলা হয়-
“A degree might get you the job, but your skills will keep you there.”

এই স্কিল মানে হতে পারে
? কমিউনিকেশন
? টাইম ম্যানেজমেন্ট
? সেলস/মার্কেটিং
? ডিজিটাল টুলস
? কিংবা কাস্টমার হ্যান্ডলিং etc.
এগুলোর সবই শেখার বিষয়।

Manual1 Ad Code

আপনি যদি নিজেকে প্রতিদিন একটু করে আপগ্রেড করেন, তাহলে আপনি শুধু চাকরি পাবেন না — আপনি compulsory হয়ে উঠবেন।
Otherwise, শুধু certificate দিয়ে টিকে থাকা সম্ভব না।

মনে রাখবেন-

ডিগ্রি আপাত দৃষ্টিতে সম্মান এনে দেয়,
কিন্তু স্কিল আনে সম্ভাবনা।

#
Sajia Tonny

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual6 Ad Code