রোড টু বিকামিং সিইও

প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৫

রোড টু বিকামিং সিইও

Manual8 Ad Code

বুক রিভিউ বিষয়ক প্রতিবেদক | ঢাকা, ০৮ জুলাই ২০২৫ : একজন CEO হতে চাওয়া স্বপ্নবাজের মানসলোক গড়তে এবং আরও নিবিড়ভাবে নিজেকে তৈরি করার প্রত্যয়ে সংগ্রহ করুন “রোড টু বিকামিং সিইও”।

Manual2 Ad Code

বাংলাদেশে কেন বিদেশী CEO?
সাধারণ সাবজেক্ট পড়ে কি CEO হওয়া যায়?
MBA করা কি CEO হওয়ার পূর্বশর্ত?
“রোড টু বিকামিং সি ই ও” নতুন প্রচ্ছদে।

Manual1 Ad Code

সংশোধিত ও পরিমার্জিত সংস্করণ শীঘ্রই বাজারে আসছে।

আমাদের ছেলেমেয়েদের অনেক জিজ্ঞাসার উত্তর আছে এ বইয়ে।
অনেকগুলো বইয়ের নির্যাস দুই মলাটের ভিতরে।

Manual2 Ad Code

এই বই একজন CEO হতে চাওয়া স্বপ্নবাজের মানসলোক গড়ে দেবে এবং আরও নিবিড়ভাবে নিজেকে তৈরি করতে, বিষয়গুলোর আরও গভীরে যেতে অনুপ্রাণিত করবে বলে আমার বিশ্বাস।
#
Nazar E Zilani
CEO and Founder, Sharpener

Manual2 Ad Code

Lalmatia, Dhaka.

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual3 Ad Code