শুভ জন্মদিন বাবা!

প্রকাশিত: ৮:৪৫ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০২৫

শুভ জন্মদিন বাবা!

Manual7 Ad Code

ঈশিতা বিশ্বাস |

আজকে বাবার ৮০তম জন্মদিন। আমাদের কাছে মা, বাবার জন্মদিন ছিলো খুব স্পেশাল। সৌভিক সবচেয়ে বেশি exited থাকতো, কিভাবে মা, বাবাকে সারপ্রাইজ দিবে, সারামাস চলতো তার প্রস্তুতি।

Manual5 Ad Code

মা আর সৌভিককে ছাড়া বাবা আর আমি সত্যিই অসম্পূর্ণ। এই দিনগুলো সামনে আসলে মা আর সৌভিকের কথা খুব বেশি মনে হয় আমাদের, যদিও বাবা, আর আমি কেউই কাউকে বুঝতে দেই না।

Manual1 Ad Code

পরিবারের একান্ত আপনজন কেউ হারিয়ে গেলে সেই পরিবারের সুরটা কোথায় যেনো কেটে যায়, সেই বাঁশি আর আগের মতো বাজে না। তারপরও আমি চাই এই দিনটি আমার জীবনে এইভাবেই বারবার ফিরে আসুক।

Manual6 Ad Code

পৃথিবীতে বাবা, মা’র চেয়ে আপন কেউই না।

শুভ জন্মদিন বাবা ♥️♥️
তোমার সুস্থতাই এখন আমার জীবনের একমাত্র চাওয়া।
#
ডা. ঈশিতা বিশ্বাস
সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগ
ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল;
বিশেষজ্ঞ, মেডিসিন বিভাগ
আসগর আলী হসপিটাল;
সাবেক নৃত্যশিল্পী, বাংলাদেশ টেলিভিশন।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual7 Ad Code