সাংবাদিকদের বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং হুমকির নিন্দা ও প্রতিবাদ শ্রীমঙ্গল প্রেসক্লাবের

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৫

সাংবাদিকদের বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং হুমকির নিন্দা ও প্রতিবাদ শ্রীমঙ্গল প্রেসক্লাবের

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৯ জুলাই ২০২৫ : ‘জুলাই পদযাত্রা সংগঠক’ নামে কতিপয় ছাত্র-যুবক কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং হুমকির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শ্রীমঙ্গল প্রেসক্লাব।

আজ মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল হাই ডন এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল হাই ডন কর্তৃক স্বাক্ষরিত ও প্রেরিত বিবৃতিতে বলা হয়, গত রোববার (২৭ জুলাই) রাত সাড়ে ৮টায় ‘জুলাই পদযাত্রা সংগঠক’ ব্যানারে কয়েকজন ছাত্র-যুবক শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে এক পর্যায়ে প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি এহসান বিন মোজাহির শ্রীমঙ্গলে জুলাই আন্দোলনে উপস্থিত ছাত্রদের অংশগ্রহণ, জুলাই যোদ্ধা ও মোজাহিদ নামে এক জুলাই যোদ্ধার ভুমিকা নিয়ে প্রশ্ন করেন।

Manual8 Ad Code

রীতি অনুযায়ী সংবাদ সম্মেলনে আগত আয়োজকরা প্রশ্নের উত্তর দেবেন, এড়িয়ে যাবেন বা উত্তর দিতে অপারগতা প্রকাশ করবেন। সাংবাদিকদের প্রশ্ন অভিযোগপূর্ণ বা পক্ষপাতমূলক যাই হোক আয়োজকরা কেবল তা যুক্তি দিয়ে খন্ডন করবেন। সাংবাদিকরা কোড আন কোড তাই প্রকাশ করবেন।
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সংবাদ সম্মেলন
আয়োজক ছাত্ররা উত্তেজিত হয়ে সাংবাদিক এহসান বিন মোজাহিরের প্রতি চরম আক্রমণাত্মক উক্তি ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ প্রকাশ করেন।

Manual1 Ad Code

বিষয়টি নিয়ে প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন ছাত্রদের সাথে কথা বলেন এবং ‘আর কথা না বাড়ানো’র অনুরোধ জানিয়ে বিষয়টি নিষ্পত্তি করেন। এরপর ছাত্রনেতৃবৃন্দ ক্লাব থেকে বের হয়ে রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক এহসান বিন মোজাহিরকে নিয়ে আপত্তিকর বক্তব্য প্রদান পূর্বক লাইভ প্রচার করে। ছাত্ররা এতেও থেমে থাকেননি। জুলাই পদযাত্রা সংগঠক ব্যানারে সংবাদ সম্মেলনে অংশ নেয়া অনেককেই নিজ নিজ ফেসবুক আইডি থেকে সাংবাদিক এহসান বিন মোজাহিরকে হুমকি দিয়ে নানাবিধ উস্কানিমূলক প্রচারণা চালাতে দেখা গেছে।

শ্রীমঙ্গল প্রেসক্লাব এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এনসিপি নেতা প্রীতম দাশের সাথে জুলাই পদযাত্রা সংগঠকদের অন্তঃকলহ শ্রীমঙ্গল প্রেসক্লাবে টেনে এনে সাংবাদিকদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা গণতন্ত্র প্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষা ও সমাজ সচেতনতা সৃষ্টিতে দীর্ঘ সংগ্রামী ভুমিকা পালনকারী ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাংবাদিকগণ কোনভাবেই মেনে নেবে না।

Manual5 Ad Code

আমরা জুলাই পদযাত্রার এই সংগঠকদের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য দুঃখ প্রকাশ করার আহবান জানাচ্ছি। অন্যথায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্যরা এই সংগঠকদের আয়োজিত সকল কার্যক্রম ও অনুষ্ঠান বয়কটের ডাক দিতে বাধ্য হবে।

একইসাথে, যেহেতু জুলাই বিপ্লবে এই সংগঠকরা নিজেদের ভূমিকা প্রসঙ্গে প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়েছেন এবং এরূপ প্রশ্নের জবাব এড়িয়ে সাংবাদিকদের প্রতি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন, সেহেতু জুলাই বিপ্লবে এই ছাত্র সংগঠকদের কার কী ভুমিকা ছিল, তা খুঁজে বের করে জনসম্মুখে প্রকাশ করতে প্রেসক্লাব কর্তৃক একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Manual2 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual7 Ad Code