সিলেট ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০২৫
গ্রন্থ রিভিউ বিষয়ক প্রতিবেদক | ঢাকা, ০৩ আগস্ট ২০২৫ : লেখক জিয়াউল হক রচিত প্যারেন্টিং সিরিজ (১-৩ বক্সসেট) এর পরিবর্তে তিনখণ্ড একেত্রে একটি বই আকারে নতুন সংস্করণ প্রকাশিত হয়েছে।
বৈশ্বিক পরিবেশ ও চিন্তামানস, শিক্ষা ও দর্শন নানা ব্যবস্থাপনা ও মতবাদের নামে কলুষিত হয়েছে। এরকম কলুষিত পরিবেশ, সমাজব্যবস্থা ও সাংস্কৃতিক আবহে সস্তান প্রতিপালন একরকম দুঃসাধ্য হয়ে পড়েছে। উন্নত বা অনুন্নত বিশ্ব, পশ্চিমা বা প্রাচ্যদেশীয়, যেকোনো সমাজের কথাই বলি না কেন, সন্তান প্রতিপালন করাটা প্রত্যেক বাবা মায়ের জন্য দিন দিন কঠিন হতে কঠিনতর হয়ে পড়েছে।
এরকম বৈরি ও প্রতিকূল পরিবেশ বিশ্বের যেখানেই থাকুক না কেন, সেখানে মানবসন্তানকে খুব সাবধানে, সুপরিকল্পিত উপায় ও পদ্ধতিতে এসব দূষিত চিন্তা, দর্শন ও জীবনাচার হতে বাঁচিয়ে রাখতে হয়, এসবগুলোকে এড়িয়ে চলা শিখতে হয়। তা নাহলে জীবনের একেবারে সূচনাপর্ব হতেই তারা বিপথে চলে যেতে বাধ্য। আর একবার তারা বিপথে চলে গেলে, ক্ষতিকর দর্শন, সংস্কৃতি ও জীবনাচারে অভ্যস্ত হয়ে পড়লে তাকে পুনরায় শালীন, সুস্থ ও নৈতিক জীবনাচারে ফিরিয়ে আনাটা খুবই কষ্টকর।
এমন নানাবিধ বাস্তবতায় প্যারেন্টিং বিষয়ে বাংলাদেশেও বিভিন্ন সভা সেমিনার কোর্স লিখনির প্রবর্তন লক্ষণীয় হয়েছে। লেখক নিজেও লন্ডন থেকে পরিচালিত QnS একাডেমির প্যারেন্টিং কোর্সের মূখ্য পরিচালক ছিলেন। এছাড়া প্যারেন্টিং বিষয়ে বিভিন্ন সভা সেমিনারে আলোচক হিসেবে অংশগ্রহণ করেছেন। প্যারেন্টিং নিয়ে লেখকের অভিজ্ঞতার সমন্বয়ে ইসলাম ও নৈতিকতার আলোকে ৩ খণ্ডে রচিত হয়েছে প্যারেন্টিং সিরিজ।
বহুগ্রন্থ প্রণেতা বিশিষ্ট প্যারিন্টিং এক্সপার্ট জিয়াউল হকের উল্লেখযোগ্য গ্রন্থাবলীর মধ্যে আছে ইসলাম সভ্যতার শেষ ঠিকানা, অন্তর মম বিকশিত করো, ধরণীর পথে পথে, বই খাতা কলম, ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার সংঘাত, ডিমেনশিয়া, সিজদার বিজ্ঞান, প্যারেন্টিং সিরিজসহ অসংখ্য বইপত্র। তার লেখালেখি ও বাগ্মীতার ধারা সার্বজনীন হলেও বিশেষ করে তিনি তরুণ তরুণীদের নৈতিক জাগরণ আত্মীক উন্নয়নে সমৃদ্ধ করতে চেয়েছেন সবসময়। বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে জিয়াউল হক একজন অগ্রগামী প্রভাবক ও সংগঠক।
যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে
১ম খণ্ড : প্যারেন্টিং কল অব দ্যা ডে
প্যারেন্টিং প্রাককথন প্যারেন্টিং : প্রাথমিক ধারণা
প্যারেন্টিংয়ের নৈতিক ভিত্তি
কালের ছোবল
যুগের তাগিদ : নিবিড় প্যারেন্টিং
*প্যারেন্টিং এর লক্ষ্য-উদ্দেশ্য
বিয়ে থেকেই প্যারেন্টিং
বিয়ে সম্পর্কে ইসলাম
সুকুন বা প্রশান্তির জন্য বিয়ে
মানব বংশধারা রক্ষার জন্য বিয়ে
বিয়ের বহুমাত্রিক কল্যাণ
বিয়ের বয়স ও প্যারেন্টিং
সফল প্যারেন্টিং-এর পূর্বশর্ত
২য় খন্ড : শৈশবের প্যারেন্টিং
গর্ভধারণ
রুলস অব ফাইভ
সুখ-অসুখের রসায়ন : হরমোন সমাচার
কর্টিসোল : দা কিলার
মানবসত্তার মৌলিক ভিত : ফিতরাত মননে রয়েছে
গাঁথা, স্মরণে নয়
বেড়ে ওঠার গল্প
টিনএজ : জীবনের বাঁক বদল
ন্যাচারাল স্ক্রিনিং
৩ খণ্ড : কৈশোর ও তারুণ্যের প্যারেন্টিং
টলটলায়মান টিনেজ
হোম স্কুলিং
কাছে আসার গল্প
নববী কালচার
স্মার্ট সিক্সটিন
ভয়ানক চোরাগহ্বরের নাম সংস্কৃতি
যুগের ভাষা বিজ্ঞান
বিপর্যয়ের সুড়ঙ্গ
জীবনের চারটি মৌলিক ক্ষেত্ৰ
রাগ ও মেজাজ
স্পেশাল টিপস
প্যারেন্টিং (৩খন্ড একেত্রে)
জিয়াউল হক
হার্ডকাভার ৩৮০ পৃষ্ঠা
আপডেট মুদ্রিত মূল্য ৪৮০৳
অফার মূল্য ৩৬০৳
সরবরাহ খরচ যুক্ত হবে।
কুরিয়ার খরচ যুক্ত হবে। অর্ডার করুন ইনবক্সে অথবা আমাদের হটলাইনে।
✆ 01825-460041
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি