কমরেড রাশেদ খান মেননের নিঃশর্ত মুক্তি চায় ওয়ার্কার্স পার্টি

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৫

কমরেড রাশেদ খান মেননের নিঃশর্ত মুক্তি চায় ওয়ার্কার্স পার্টি

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১৭ আগস্ট ২০২৫ : রাজনৈতিক পট পরিবর্তনের পর কারারুদ্ধ কমরেড রাশেদ খান মেননের নিঃশর্ত মুক্তি চেয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

কমরেড মেননকে হত্যাচেষ্টার ৩৩ বছর পূর্ণ হলেও, এর বিচার হয়নি। এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় নেতৃবৃন্দ এ দাবী করেন।

Manual5 Ad Code

আজ রবিবার (১৭ আগস্ট ২০২৫) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এ আলোচনা সভায় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

Manual3 Ad Code

পার্টির ঢাকা মহানগর আহবায়ক কমরেড কিশোর রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন পার্টির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুর হাসান মানিক, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আবুল হোসাইন, কমরেড মোস্তফা আলমগীর রতন, কমরেড সাব্বাহ আলী খান কলিন্স, কমরেড মোঃ তৌহিদুর রহমান, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় নেতা মিনহাজউদ্দিন সেলিম, কমরেড মুর্শিদা আখতার নাহার, কমরেড শাহানা ফেরদৌসি লাকী, ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সদস্য কমরেড শিউলি সিকদার, কমরেড তাপস দাস প্রমুখ নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, “বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি মৃত্যুঞ্জয়ী জননেতা রাশেদ খান মেনন হত্যাচেষ্টার ৩৩ বছর। ১৯৯২ সালে ১৭ আগস্ট সন্ধ্যায় তোপখানা রোডস্থ পার্টি কার্যালয়ে সামনে প্রতিক্রিয়াশীল শক্তি কমরেড মেননকে হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করে দেশের মানুষের ভালবাসায় তিনি বেঁচে যান।
জননেতা রাশেদ খান মেনন ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ৬৪ সালে ডাকসুর ভিপি নির্বাচিত হন, ৬৯ সালে গণঅভ্যূত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন, ১৯৭১ সালের ২২ ফেব্রুয়ারি পল্টনে স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা ঘোষণা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন, বার বার নির্বাচিত সাংসদ ও সাবেক মন্ত্রীসহ আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বাংলাদেশের বর্ণাঢ্য রাজনীতিক ব্যক্তিকে গত বছর ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পরে ২১ আগস্ট তার নিজ বাসা থেকে রাশেদ খান মেননকে গ্রেফতার করে শতাধিক হয়রানিমূলক মামলা দিয়ে কারা অর্ন্তরীন রেখে তার মানবাধিকার লংঘন করে।”

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual6 Ad Code